অমিত শাহের বাস ভবনে বিজেপিতে যোগ দিলেন হেভিওয়েট নেতারা !

By Bangla News Dunia Desk - Pallab

Updated on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- অমিত শাহের বাস ভবনে বিজেপিতে যোগ দিলেন হেভিওয়েট নেতারা ! অমিত শাহের ডাকে চাটার্ড বিমানে কলকাতা থেকে দিল্লী উড়ে গিয়েছেন তৃণমূলের বিক্ষুব্ধ হেভিওয়েট নেতারা। আজ দিল্লীতে তারা সরাসরি অমিত শাহের বাসভবনে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করলেন। দিল্লীতে গেছেন রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী তথা বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়, তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক বৈশালী ডালমিয়া, তৃণমূলের উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল, হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী ও নদিয়া জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সহ সভাপতি পার্থসারথি চট্টোপাধ্যায়।

bjp-tmc

প্রসঙ্গত বাসভবনে স্বাগত জানান তাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। তাঁদের সাথে বৈঠক করে নেন স্বরাষ্ট্র মন্ত্রী। এছাড়াও এই দিন অমিত শাহের বাসভবনে ছিলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায় ও বিজেপির মহাসচিব কৈলাস বিজয়বর্গীয়। অমিত শাহের বাড়িতেই বিজেপিতে যোগ দেন তৃণমূলের বিক্ষুব্ধরা। তবে আগামীকাল হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে তাঁরা আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগ দেবেন বলে সূত্র মারফত জানা গিয়েছে।

আরো পড়ুন :- কড়া নিরাপত্তায় হবে বিধানসভা ভোট ! কড়া বার্তা কমিশনের

এই দিন রাজীব ব্যানার্জী জানান বাংলার মানুষের উন্নয়নের জন্যই তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রীর সাক্ষাৎ খুবই সৌহার্দ্যপূর্ণ ছিল। তিনি আরো বলেন কোন রাজ্য কেন্দ্রের সাহায্য না নিয়ে উন্নয়ন করতে পারে না। আমরা চাই রাজ্য ও কেন্দ্র সরকারের মধ্যে তালমেল থাকুক। তাই দুই জায়গায় বিজেপির সরকার দরকার। আগামীকাল আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগ দিয়ে তারপর থেকেই আমি আমার কাজ শুরু করে দেব।

Highlights

1. অমিত শাহের বাস ভবনে বিজেপিতে যোগ দিলেন হেভিওয়েট নেতারা !

2. স্বরাষ্ট্র মন্ত্রীর সাক্ষাৎ খুবই সৌহার্দ্যপূর্ণ ছিল

#BJP #TMC

avilo digital marketing

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন