“অযোগ্য মানে অযোগ্য”, পরীক্ষায় বসার অধিকার নেই ! জানাল সুপ্রিম কোর্ট

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : আবারো রাজ্যে স্কুল সার্ভিস কমিশন নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে। এসএসসি তরফ থেকে রাজ্যে আবারো নতুন করে নেওয়া হবে পরীক্ষা। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের (SSC) নিয়োগ দুর্নীতিকে কেন্দ্র করে একের পর এক বিতর্ক চলছে। সম্প্রতি সুপ্রিম কোর্ট এক গুরুত্বপূর্ণ রায়ে জানিয়েছে, যারা “র‍্যাঙ্ক জাম্প” করে চাকরি পেয়েছিলেন, তারা ভবিষ্যতে কোনও নিয়োগ পরীক্ষায় অংশ নিতে পারবেন না। আদালত এই প্রার্থীদের “অযোগ্য” হিসেবে চিহ্নিত করেছে। এই রায়ের ফলে বহু চাকরি হারানো প্রার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। অযোগ্যরা আর কোনদিনও কোন চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না এমনই কথা বলা হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। এর একমাত্র কারণ হলো অযোগ্যরা যে আবার অসৎ উপায়ে বা অসাধু উপায়ে চাকরি পাবে না এর কোন গ্যারান্টি নেই।

আরও পড়ুন : ‘অপারেশন সিঁদুর’এর সাফল্য এবার পৌঁছোবে বিশ্বের দরবারে !

সুপ্রিম কোর্টের কড়া বার্তা:

সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ স্পষ্টভাবে জানিয়েছে —
“অযোগ্য মানে অযোগ্য।”
এই সমস্ত প্রার্থী SSC-র ভবিষ্যৎ কোনও নিয়োগ পরীক্ষাতেও বসতে পারবেন না। আদালতের মতে, যারা অবৈধভাবে র‍্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছেন, তাদের আর কোনও সুযোগ নেই। অযোগ্য চাকরিপ্রার্থীদের জন্যই আজ এত কিছু তাই অযোগ্য চাকরিপ্রার্থীদের আর চাকরিতে বসার কোন অধিকার নেই।

র‍্যাঙ্ক জাম্প কী?

র‍্যাঙ্ক জাম্প” শব্দটি থেকেই বোঝা যায় কোন কিছু টোপকে উপরে ওঠা। এই র‍্যাঙ্ক জাম্প বলতে বোঝায় এমন একটি পরিস্থিতি, যেখানে কম নম্বরপ্রাপ্ত বা অযোগ্য প্রার্থীরা জালিয়াতির মাধ্যমে মেধা তালিকায় উপরের দিকে উঠে গিয়ে চাকরি পেয়ে যান, বিশেষ করে যাদের নাম্বার কম কিন্তু তারা বেশি নাম্বার প্রাপ্ত চাকরিপ্রার্থীদের থেকে উপরের লিস্টে স্থান করে নেন। এরফলে আমাদের রাজ্যের প্রচুর যোগ্য প্রার্থীরা চাকরি থেকে বঞ্চিত ছিলেন। বহু বছর ধরে এই নিয়ে মামলা-মোকদ্দমা চলছিল, আর এবার সুপ্রিম কোর্ট এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিল।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন