অর্থনীতির কোমর ভেঙে যাওয়া পাকিস্তানে পেট্রোল ৮০, বাংলাদেশে ৮৫, ভারতে ১০০ টাকা পার। কারণ কি ?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Petrol-Diesel

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বিশ্বজুড়ে ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে চলছে তুমুল টালমাটাল। প্রেসিডেন্ট ট্রাম্প ‘লিবারেশন ডে’ ২ এপ্রিল ‘রেসিপ্রোক্যাল ট্যারিফ’ দাওয়াই চালু করার প্রস্তাবনা করে যে সাঁকো নাড়িয়ে দিয়েছিলেন, তা এখনও কাঁপছে।

রাশিয়া-ইউক্রেন আর ইজ়রায়েল-প্যালেস্তাইন ঠাঁইঠাঁই এর মধ্যেই পহেলগাম কাণ্ড আর দুমদাম শুরু প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে। যা শেষ হতে না হতেই ইরান-ইজ়রায়েল যুদ্ধে আবহাওয়া যে পরিমাণ তেতেছিল, তাতে আর একটু হলে বাকিরা জড়িয়ে পড়ে তৃতীয় বিশ্বযুদ্ধ বেধে যাওয়ার উপক্রম তৈরি হয়েছিল।

আরও পড়ুন:- ৯ জুলাই বামেদের বনধ, তার আগে সরকারি কর্মীদের বড় নির্দেশ নবান্ন থেকে ।

এত যেখানে অনিশ্চয়তা অর্থনীতিতে, সেখানে তেলের দাম নীচে থাকবে, এমনটা আশা করাও শক্ত। তবে একটা তথ্য জানলে আপনার মাথাও গরম হয়ে উঠতে পারে।

যেটা হলো, বিশ্বজুড়ে তেল রাজনীতির যতই স্বর-গরম হোক না কেন, ভারতে বসে আপনাকে যে দরে তেল কিনতে হচ্ছে, তা বিশ্বের অনেক তাবড় দেশ তো দূরের কথা, ঘরের পাশের দেশগুলির নাগরিকদেরও কিনতে হচ্ছে না।

৮৪ লক্ষের গাড়ি ২.৫ লাখে! দিল্লিতে জলের দরে বিকোচ্ছে গাড়ি, নেপথ্যে কী রয়েছে জানেন?

উদাহরণ দিলে সুবিধা হবে। মোটামুটি ভারতে এখন অক্টেন ৯৫ পেট্রলের গড় দাম লিটারপ্রতি ১০১ টাকা। মার্কিন মুলুকে যে দর ৭৯.৪ টাকা হওয়া না হয় মানা যেতে পারে, কারণ তারা বিশ্ববাজারে তেলের বড় জোগানদার।

তাই বলে পাকিস্তান এর মতো তুলনায় ‘ছোট’ অর্থনীতির দেশে কী ভাবে লিটারপ্রতি ৮০.৪০ টাকায় তেল কিনছেন দেশবাসী? যাদের যুদ্ধাস্ত্রের একটা বড় অংশ, যাকে বলে বেশ কয়েকশো কোটি টাকার সরঞ্জাম নাকি উড়ে গিয়েছে ভারতীয় হানায়।

আরও পড়ুন:- মহিলাদের হার্ট অ্যাটাকের লক্ষণ পুরুষদের থেকে অনেকটাই ভিন্ন, জেনে রাখা দরকার

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন