Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- অল্প পুঁজির কিছু ব্যবসা করুন ! এই লকডাউন শুরুর পর থেকে কর্মহীন অনেকে। চাকরি চলে গেছে অনেকের আর আশঙ্কায় ভুগছে অনেকে। অর্ধেক মাইনেতে কাজ করছেন বহু মানুষ। জীবিকার টানে হাহাকার পড়ছে এই করোনা কালে। তাই কিছুটা স্বস্তির বিষয় এটাই কম পুঁজির ছোট ব্যবসা।
দেখুন এক নজরে —
১. পরিবেশ সচেতনতার জন্য থার্মোকল বা প্লাস্টিকের কাপ প্লেটের জায়গায় কাগজের কাপ প্লেট ব্যবহারের প্রচলন বাড়ছে। এই সব ব্যবসা শুরু করলে হলে কাগজের কাপ-প্লেট তৈরির যন্ত্র বসাতে হবে। কাপ যন্ত্রের দাম শুরু ৬ লক্ষ টাকা থেকে। সামান্য লোন নিয়ে এটি করতে পারেন।
২. উন্নতমানের গুঁড়ো মশলা তৈরি করে তা প্যাকেটজাত করে বিক্রি করলে ভাল লাভ হতে পারে। কারখানার জন্য খুব বেশি জায়গা না হলেও চলবে। একটি ছোট্ট ঘর থেকেই শুরু করতে পারেন ব্যবসা। এর জন্য লাগবে পালভারাইজার মেশিন। ছোট মেশিন ৫০-৫৫ হাজার টাকার মধ্যে ও বড় মেশিনের দাম লাখ খানেক টাকা থেকে শুরু।
৩. ঘরে বসে আয় করার অন্যতম কার্যকরী উপায় হল অনলাইন শিক্ষকতা। আপনি পড়াশোনার কোনও নির্দিষ্ট কোর্স শেখাতে পারেন যেমন গিটার শেখানো, যোগ ব্যয়াম বা কোনও বিদেশি ভাষা শেখানো। নিজের ইউটিউব চ্যানেল খুলে বা অন্য কোনও অনলাইন প্ল্যাটফর্মে।
৪. শিক্ষার বিভিন্ন স্তরে আজকের দিনে প্রত্যেকেরই গৃহশিক্ষকের প্রয়োজন পড়ে। কোনও বিনিয়োগ ছাড়া আয় করা সম্ভব এই ব্যবসায়। অনলাইন বা অফলাইনে এটি করা যেতে পারে।
৫. আপনি অনলাইনে নানা ধরণের লেখালিখির কাজ পেতে পারেন। সার্চ ইঞ্জিনে যাতে আপনার লেখা বা ওয়েবসাইট প্রথমের দিকে আসে তার জন্য আয়ত্ত্ব করতে হয় কিছু কলা কৌশল।
এগুলি বেশ কার্যকরি তাছাড়া আগামী দিনে নিয়ে আসবো আরো কিছু টিপস।
Highlights
1. অল্প পুঁজির কিছু ব্যবসা করুন !
2. আগামী দিনে নিয়ে আসবো আরো কিছু টিপস
#Business #Tips