Bangla News Dunia, Pallab : অসহ্য গরম থেকে সাময়িক নিষ্কৃতির আশা। আগামী ৪-৫ দিনে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতররে। ৩-৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমার ইঙ্গিত। হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে ঝড়ের সতর্কবার্তা। দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট খুব বেশি না থাকলেও উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিও হতে পারে। কৃষকদের জন্য বিশেষ সতর্কতা আবহাওয়া দফতরের। ঝড়-বৃষ্টিতে ক্ষতির মুখে পড়তে পারে সব্জি চাষ।
আরও পড়ুন : জানুন প্রবল গরমে সান স্ট্রোক প্রতিরোধে করণীয় ?
এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৬৫ থেকে ৮৯ শতাংশের মধ্যে। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির আশঙ্কা থাকছে। এমনটাই বলছে আবহাওয়া দফতর।
বেশ কিছু জেলাতে কালবৈশাখীর সতর্কতাও থাকছে। তাপপ্রবাহের সতর্কবার্তা থাকছে পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূমের মতো জেলাগুলির জন্য। বিকাল বা সন্ধ্যার দিকে পশ্চিমের বেশ কিছু জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস থাকছে। ঝড়-বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদে। অন্যদিকে সোমবার ঝড় বৃষ্টির পরিমাণ বেশি থাকবে হুগলি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানে।
আরও পড়ুন : ভারত VS পাকিস্তান, স্থল-জল-আকাশে কার কত ক্ষমতা ? বিস্তারিত জেনে নিন
আরও পড়ুন : অস্ত্রোপচার নাকি হোমিওপ্যাথি ? জানুন কোন পথে টিউমার থেকে স্থায়ী সমাধান