অস্ত্রোপচারের পর পেট থেকে বেরোল এক ফুট লম্বা জ্যান্ত মাছ; ডাক্তাররা থ

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- চিনের হুনান প্রদেশে ঘটে গেল এক চাঞ্চল্যকর ও অবাক করা ঘটনা। তীব্র পেটব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া এক রোগীর শরীরে অস্ত্রোপচারের সময় চিকিৎসকরা তার পেটের ভিতরে জীবন্ত একটি মাছ দেখতে পান, যা সেখানে সক্রিয়ভাবে সাঁতার কাটছিল।

সিটি স্ক্যানে ধরা পড়ল ‘ভাসমান প্রাণী’
হুনান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হাসপাতালে ওই ব্যক্তি যখন আসেন, তখন তিনি জানিয়েছিলেন পেটে প্রচণ্ড ব্যথার কথা। চিকিৎসকেরা তৎক্ষণাৎ তার সিটি স্ক্যান করেন এবং তাতেই ধরা পড়ে। একটি বড়সড়, প্রায় এক ফুট লম্বা বস্তু পেটের মধ্যে নড়াচড়া করছে। দেখা যায়, এটি একটি জীবন্ত ঈল মাছ, যা অন্ত্র ভেদ করে পেটের গহ্বরে প্রবেশ করেছে।

আরও পড়ুন:- রাজ্যের মেয়েদের 25,000 টাকা করে দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা। জানুন কিভাবে আবেদন করতে হবে ?

জরুরি অস্ত্রোপচারে উদ্ধার হয় মাছটি
পেটের চামড়া ছিল শক্ত হয়ে ওঠা, আর পেরিটোনাইটিসের (পেটের অভ্যন্তরীণ অংশে সংক্রমণ) সম্ভাবনা থাকায় চিকিৎসকেরা সিদ্ধান্ত নেন জরুরি ল্যাপারোস্কোপিক অস্ত্রোপচারের। অস্ত্রোপচারে দেখা যায়, ঈলটি অন্ত্রের দেয়াল ছিদ্র করে পেটের ভেতর ঘোরাঘুরি করছে। একটি বিশেষ যন্ত্র ব্যবহার করে সেটিকে বের করে আনা হয়। সৌভাগ্যবশত, অস্ত্রোপচারের পর রোগী সুস্থ হয়ে ওঠেন এবং কিছুদিনের মধ্যেই হাসপাতাল থেকে ছাড়াও পেয়ে যান।

কীভাবে ঢুকল ঈল মাছ?
ঘটনাটির সবচেয়ে রহস্যজনক দিক হলো—এই মাছটি তার শরীরে গেল কীভাবে? কেউ বলছেন, ভুলবশত ঈলের উপর বসে যান ওই ব্যক্তি, কেউ আবার বলছেন, এটি ইচ্ছাকৃতও হতে পারে। যদিও হাসপাতালের তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

ঈল মাছ ও তার বৈশিষ্ট্য
ঈল মাছ সাধারণত ধানক্ষেত, নদী, হ্রদ ও কর্দমাক্ত স্থানে বাস করে এবং মাটি গর্ত করে চলাফেরা করতে পারে। এদের শরীর দীর্ঘ ও পিচ্ছিল, ফলে সহজেই সংকীর্ণ পথে ঢুকে পড়তে পারে।

আরও পড়ুন:- জুলাই মাসে ৫ রাশির ওপর শুক্রের কৃপা, রাতারাতি বড়লোক হওয়ার সম্ভাবনা আছে

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন