Bangla News Dunia, বাপ্পাদিত্য:- রোগীর হাতে আক্রান্ত হলেন এক চিকিৎসক ৷ শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের অপারেশন থিয়েটারে ৷ জরুরি বিভাগের অপারেশন থিয়েটারের ওই রোগীর অস্ত্রোপচার চলছিল ৷ সেই সময় হঠাৎ হাতের কাছে কাঁচি নিয়ে তিনি কর্তব্যরত চিকিৎসককে আক্রমণ করেন ৷ চিকিৎসক সামান্য আহত হন ৷ এখন তিনি সুস্থ আছেন ৷
মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে বহরমপুর থানায় মামলা দায়ের করেছে ৷ জানা গিয়েছে, ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাঁর গলায় কোপ দিয়ে খুনের চেষ্টা করেন বাবা ৷ শুক্রবার দুপুরে এই ঘটনাটি ঘটে জলঙ্গি থানার হোগলা দাঁয়ের গ্রামে ৷
বাপন হালদার নামে ওই যুবককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ৷ ক্ষতস্থানে অস্ত্রোপচারের জন্য সঙ্গে সঙ্গে তাঁকে ওটিতে নিয়ে যাওয়া হয় ৷ তখন হঠাৎ কর্তব্যরত চিকিৎসককে কাঁচি চালিয়ে আক্রমণ করার চেষ্টা করেন ওই যুবক ৷
আরও পড়ুন:- রাজ্যে অষ্টম শ্রেণী পাশে প্রচুর পদে চাকরি। নূন্যতম মাসিক বেতন 12,000 টাকা। বিস্তারিত দেখে নিন
এই ঘটনায় উত্তেজনা ছড়ায় হাসপাতালজুড়ে ৷ খবর পেয়ে নিরাপত্তারক্ষীরা ওটিতে ছুটে যান ৷ পরে ওই রোগীর হাত-পা বেঁধে অস্ত্রোপচার করা হয় ৷ জখম চিকিৎসকের হাতে সেলাই করতে হয়েছে ৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় ৷
অভিযুক্ত যুবকের আত্মীয় স্বপন হালদার বলেন, “গত পাঁচ বছর ধরে বাপনের মানসিক চিকিৎসা চলছে ৷ কিন্তু সময়মতো ওষুধ খায় না বাপন ৷ শুক্রবার সকালে বাড়িতে খুব অত্যাচার শুরু করেছিল ৷ একসময় নিজের বাবাকে হাঁসুয়া দিয়ে কোপাতে যায় সে ৷ ওই হাসুয়া নিয়ে টানাটানি শুরু হয়ে যায় বাপ-বেটার মধ্যে ৷ সেই সময় একটি কোপ বাপনের গলায় লাগে ৷”
অন্যদিকে, হাসপাতালের অধ্যক্ষ ডাঃ অমিত কুমার দাঁ বলেন, “ওই যুবকের মানসিক সমস্যা আছে ৷ সেটা প্রথমে বোঝা যায়নি ৷ তবে যে-ই হোক আহত হলেই তাঁর চিকিৎসা হবে ৷ তাই তাঁকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছিল ৷ কিন্তু সেখানে হঠাৎ কর্তব্যরত চিকিৎসককে কাঁচি চালিয়ে আক্রমণ করবে, সেটা চিকিৎসকরা বুঝতে পারেননি ৷ ওই চিকিৎসক সুস্থ রয়েছেন ৷ বহরমপুর থানার এক আধিকারিক বলেন, “ঘটনার পরই আমরা মামলা রুজু করেছি ৷”
আরও পড়ুন:- দেদার AC চালিয়েও বিল কম আসবে, জেনে নিন সিক্রেট টিপস
আরও পড়ুন:- চিনকে ধাক্কা দিতে অস্ট্রেলিয়া আর আফ্রিকাতে এই জিনিসের খোঁজ চালাচ্ছে ভারত, জানতে বিস্তারিত পড়ুন