অ্যামাজনের দৈত্যাকার সবুজ অ্যানাকোন্ডা এবার কলকাতায়, তাও আবার ৪টি!

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- দীর্ঘ অপেক্ষার এবার অবসান হতে চলেছে। সব ঠিক থাকলে চলতি সপ্তাহেই আলিপুর চিড়িয়াখানায় আগমন ঘটতে চলেছে নতুন অতিথির। এবার চিড়িয়াখানয় দেখা মিলবে অ্যামাজনের জঙ্গলের সবচেয়ে রহস্যময় প্রাণী সবুজ  অ্যানাকোন্ডার। দীর্ঘদিন ধরেই  এই অ্যানাকোন্ডার জন্য অপেক্ষায় ছিলেন চিড়িয়াখানার কর্মী থেকে শুরু করে দর্শনার্থীরা। অবশেষে গত সপ্তাহেই কেন্দ্রীয় জু অথরিটি থেকে সেই ছাড়পত্র মিলেছে। সব ঠিক থাকলে চলতি সপ্তাহেই  চেন্নাই রওনা দেবে  আলিপুর চিড়িয়াখানার একটি টিম। সেখান থেকেই নিয়ে আসা হবে সবুজ অ্যানাকোন্ডা।

অ্যামাজনের জঙ্গলের অন্যতম রহস্যময় এই প্রাণী  এবার শোভা বাড়াবে আলিপুর চিড়িয়াখানার। হলুদ অ্যানাকোন্ডার থেকে সবুজ অ্যানাকোন্ডা আরও বড়। বেশ কয়েক বছর ধরে তার খোঁজ চলছিল। সন্ধান পেতে বিদেশেরও দ্বারস্থ হয়েছিল আলিপুর কর্তৃপক্ষ। অবশেষে জানা যায় ভারতেই মাদ্রাজ ক্রোকোডাইল ব্যাঙ্কে পাওয়া যাবে সবুজ অ্যানাকোন্ডা। তবে প্রথমে মাদ্রাজ ক্রোকোডাইল ব্যাঙ্ক এই সাপ দিতে রাজি ছিল না। তবে আলিপুর চিড়িয়াখানার অনুরোধে  শেষ পর্যন্ত সবুজ অ্যানাকোন্ডা দিতে তাঁরা রাজি হয়।  সেখানে গিয়ে আগেই মাদ্রাজ ক্রোকোডাইল ব‌্যাঙ্কে এক জোড়া সবুজ অ‌্যানাকোন্ডা পছন্দ করে এসেছিল আলিপুর কর্তৃপক্ষ । সেখানকার কর্তৃপক্ষের সঙ্গে কথাবার্তাও চূড়ান্ত হয়ে গিয়েছিল তখনই। জানা গিয়েছে, আলিপুর চিড়িয়াখানা এর আগে মাদ্রাজ ক্রোকোডাইল ব্যাঙ্ক থেকে হলুদ অ্যানাকোন্ডাও নিয়ে এসেছিল। অনেক কাঠ খড় পোড়ানোর পর এবার আসছে সবুজ অ্যানাকোন্ডা।

দেশের একমাত্র মাদ্রাজ ক্রোকোডাইল ব্যাঙ্কে রয়েছে সবুজ অ্যানাকোন্ডা। এতদিন কেন্দ্রীয় জু অথরিটির ছাড়পত্র না মেলায় নতুন অতিথিদের নিয়ে আসতে পারছিল না আলিপুর কর্তৃপক্ষ। তবে গত বুধবার সেই ছাড়পত্র হাতে পেয়েছে আলপুর জু অথরিটি।  আলিপুর চিড়িয়াখানার অধিকর্তা অরুণ মুখোপাধ্যায় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘কেন্দ্রীয় জু অথিরিটির ছাড়পত্র এসে গিয়েছে। সবুজ অ্যানাকোন্ডা নিয়ে আসার পথে আর কোনও বাধা নেই।’ মাদ্রাজ ক্রোকোডাইল ব্যাঙ্ক চারটি সবুজ অ্যানাকোন্ডার শাবক পাঠাচ্ছে। তবে একসঙ্গে তাদের নিয়ে আসা হবে না। ধাপে ধাপে আনা হবে বলে জানা গিয়েছে। এর বিনিময়ে আলিপুর চিড়িয়ানা তাঁদের দিচ্ছে শাঁখামুটি সাপ।

অতিথি আপ্যায়নের সব প্রস্তুতি করে রাখা হয়েছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ সবুজ অ্যানাকোন্ডা রাখার জন্য ঘর তৈরি করে রেখেছে। সেটিকে আরও ঠিকঠাক করা হচ্ছে। নয়া অতিথির জন্য বরাদ্দ ঘর সাজাতে এখন ব্যস্ত চিড়িয়াখানার কর্মীরা।

আরও পড়ুন:- এক বছরে ৭৩৯% বৃদ্ধি, লগ্নি করতে পারেন এই ৭ পেনি স্টকে

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন