Bangla News Dunia, Pallab : ভারতের আপত্তি সত্ত্বেও যুদ্ধ আবহেই পাকিস্তানকে ১০০ কোটি মার্কিন ডলার অতিরিক্ত ঋণ মঞ্জুর করেছে আইএমএফ। পকিস্তানকে ঋণ দেওয়ার ক্ষেত্রে আন্তর্জাতিক অর্থভান্ডারকে পুনর্বিবেচনা করার কথা বললেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রাজনাথের অভিযোগ, ঋণের টাকা দিয়ে জঙ্গি সংগঠনকে সাহায্য করে পাকিস্তান।
আরও পড়ুন : আপনার শত্রুকে উচিত শিক্ষা দিতে চান, তবে চাণক্যের এই ৪ উপায় অনুসরণ করুন
গত ৯ মে ওয়াশিংটনে বৈঠকে বসেছিল আইএমএফের ঋণ সংক্রান্ত বোর্ড মিটিং। ভারত-পাক যুদ্ধ আবহেই পাকিস্তানকে ১০০ কোটি মার্কিন ডলার অতিরিক্ত ঋণ মঞ্জুর করে আইএমএফ। এর তীব্র বিরোধিতা করে ভারত। ভারতের তরফে জানানো হয়, আইএমএফের ঋণ পাওয়ার যে শর্ত থাকে, তা মানতে ব্যর্থ হয়েছে পাকিস্তান। এদিকে, শুক্রবার সকালে গুজরাটের ভুজ বিমানঘাঁটিতে পৌঁছান রাজনাথ সিং। সেখানে তিনি ‘অপারেশন সিঁদুর’ নিয়ে বিমানবাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেন। তাঁর অভিযোগ, পাকিস্তান সন্ত্রাসবাদী সংগঠনগুলিকে আর্থিক সহয়তা করছে। সেই কারণে আইএমএফ-কে ঋণ দেওয়ার বিষয়টা পুনর্বিবেচনা করতে হবে।
রাজনাথের দাবি, ‘‘পাক সরকার মুরিদ এবং বহাওয়ালপুরের দুই জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা এবং জইশ-ই-মহম্মদের ঘাঁটি পুনর্নিমাণের জন্য আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছে। সেই টাকা দেওয়া হবে আইএমএফ থেকে পাওয়া অর্থে।’’
অপারেশন সিঁদুর প্রসঙ্গে রাজনাথ বলেন, ‘‘ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের শক্তির কাছে মাথা নত করেছে পাকিস্তান। পাকিস্তান ব্রহ্মসের ক্ষমতা মেনে নিয়েছে। আমাদের দেশে একটা কথা রয়েছে, ‘দিনে তারা দেখা’। ভারতে তৈরি ব্রহ্মস পাকিস্তানকে দেখিয়েছে রাতের অন্ধকারে কেমন ‘অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নি, যা ঘটেছে তা কেবল ট্রেলর ছিল।’’