‘আই লাভ ইউ’ বলে বিপাকে যুবক, কি ঘটেছিল ? জানুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- কাউকে ভালোবাসা জানাতে ভরসা তিনটি মাত্র শব্দ ‘আই লাভ ইউ’ ৷ শুধু এই তিন শব্দ বলায় যৌন হয়রানি হয়েছে ! এমন অভিযোগে পকসোর মতো কঠোর ধারায় মামলাও দায়ের হয়েছে ৷ দশ বছর পর আইনি যুদ্ধের পর এই অভিযোগ থেকে মুক্তি পেলেন যুবক ৷

আদালতের পর্যবেক্ষণ, “আই লাভ ইউ বলার মানে আবেগের বহিঃপ্রকাশ । তা যৌন হেনস্তা নয় ৷” গত 30 জুন বম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চের বিচারপতি ঊর্মিলা জোশী-ফালকের সিঙ্গল বেঞ্চে আই লাভ ইউ বলা নিয়ে পকসো ধারার মামলার শুনানি হয় ৷

বিচারপতি এই মামলায় জানান, শুধু ‘আই লাভ ইউ’ বললে তাতে কোনও যৌন হয়রানি প্রমাণিত হয় না ৷ এই কথা বলার সঙ্গে তেমন কোনও কাজ করা হলে, তবেই যৌন হেনস্তা বলে ধরা যেতে পারে ৷ আই লাভ ইউ বলার নেপথ্যে যৌন হেনস্তার উদ্দেশ্য নেই ৷

এই মামলার সূত্রপাত 2015 সালের অক্টোবর মাসের একটি ঘটনাকে কেন্দ্র করে ৷ 17 বছর বয়সি এক নাবালিকাকে ভালো লেগেছিল স্থানীয় অভিযুক্ত যুবকের ৷ তখন তাঁর বয়স ছিল 35 বছর ৷ মেয়েটি টিউশন পড়ে ফেরার পথে একটি ক্ষেতে বাইকে করে মেয়েটির পথ আটকায় অভিযুক্ত ৷ সে মেয়েটিকে ‘আই লাভ ইউ’ বলে এবং তার নাম জানার জন্য জোর দিতে থাকে ৷

আরও পড়ুন:- GST নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের, কমবে পোশাক, ইলেকট্রনিক্স সহ অনেক জিনিসের দাম

যুবকের বিরুদ্ধে অভিযোগ, ওই যুবক মেয়েটির হাত ধরে তাকে ‘আই লাভ ইউ’ বলেছিল ৷ এই ঘটনা বাড়িতে গিয়ে জানাতে সেদিনই নাবালিকার বাবা যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন ৷ মেয়েটি নাবালিকা হওয়ায় অভিযুক্তের বিরুদ্ধে পকসোর মতো কঠোর ধারায় মামলা দায়ের হয় ৷

জেলা দায়রা আদালত এই ঘটনায় অভিযুক্তকে তিন বছরের কারাবাসের সাজা শুনিয়েছিল ৷ এই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে আপিল করে অভিযুক্ত ৷ মঙ্গলবার বম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চ জেলা দায়রা আদালতের রায় খারিজ করে দিয়েছে ৷ দশ বছর ধরে আইনি লড়াই শেষে বেকসুর খালাস পেয়েছেন ‘আই লাভ ইউ’ বলা যুবক ৷

বিচারপতি ঊর্মিলা জোশী-ফালকের পর্যবেক্ষণ, নাবালিকাকে ‘আমি তোমাকে ভালোবাসি’ বলার নেপথ্যে কোনও যৌন হেনস্তার উদ্দেশ্য ছিল না যুবকের ৷ শুধু এই বাক্যটি বললেই যৌন হয়রানি প্রমাণ হয় না ৷ তিনি বলেন, “যুবকের বিরুদ্ধে এতগুলি অভিযোগ থাকলেও সে কখনও নাবালিকাকে স্পর্শ করার চেষ্টা করেনি, তার জামাকাপড় খুলে ফেলার জন্য বলপ্রয়োগ করেনি আর না তো মেয়েটিকে উদ্দেশ্য করে কোনও যৌন ইঙ্গিত করেছে ৷” তাই এই মামলায় সব অভিযোগ থেকে যুবককে মুক্তি দিয়েছেন বিচারপতি ৷

আরও পড়ুন:- পোস্ট অফিসের দুর্দান্ত সঞ্চয় প্রকল্প! মাত্র ২ লাখ টাকা জমা করুন হাতে পান ৯ লাখ।

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন