Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- আগামীদিনে করোনার থেকে ভয়ঙ্কর কিছু আসবে ! অতীতে যারা ভবিষ্যৎবাণী করেছিলেন তাদের মধ্যে বহু চর্চিত ফরাসি জ্যোতিষী নস্ত্রাদামুস। নস্ত্রাদামুস মোট ৯৪২ টি ভবিষ্যদ্বাণী করেছিলেন। তার করা বেশির ভাগ ভবিষ্যতবাণী মিলে গেছে বলে দাবি করা হয়। সম্প্রতি কালে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েছিলো একটি খবর। চলতি বছরের করোনার ভবিষ্যৎবাণী নাকি বহু বছর আগে থেকে করেছিলেন। যা দেখে সকলের চক্ষু চড়ক গাছ।
এবার নস্ত্রাদামুসের আরো একটি ভবিষ্যৎ বাণী শুনে সকলের চিন্তা বাড়ছে। তিনি বলেছিলেন আগামী 2021 সাল নাকি আরো বেশি ভয়ঙ্কর। তার ভবিষ্যৎ বাণী বলছে রাশিয়ার এক জৈববিজ্ঞানী একটি জৈবাস্ত্র তৈরি করবেন, যা পৃথিবীকে কয়েক মুহূর্তের মধ্যে শেষ করে দেবে। কিন্তু এই নিয়ে বিজ্ঞানীদের একাংশ বলছে যে পৃথিবী ধ্বংসের আগের লক্ষণ হিসাবে ঘনঘন নানা প্রাকৃতিক বিপর্যয়, দুর্ভিক্ষ , মহামারী , ভূমিকম্প এই সব লক্ষণ থাকবে। এতো বড়ো মহামারীর পর খাদ্য সংকট হতে পারে। এছাড়া যে ভাবে সমুদ্রের জল স্তর বাড়ছে তাতে উপকূলবর্তী অঞ্চলে ডুবে যাওয়া অসম্ভব কিছু নয়। তাই আগামী দিনে নানা সমস্যা মানব জাতির জন্য অপেক্ষা করছে।
আরো পড়ুন :- আবার চীনকে ঝটকা দিল ভারত ! বিস্তারিত পড়ুন
কিন্তু বিজ্ঞানীদের একটা অংশ ভবিষৎ বাণী মানতে না চাইলেও মানুষের মধ্যে নস্ত্রাদামুস এর ভবিষৎবাণী কিছুটা চিন্তা বাড়িয়ে দিল তা বলাই বাহুল্য। প্রসঙ্গত এর আগে নস্ত্রাদামুস ভবিষ্যদ্বাণী করেছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ, হিটলারের বিরাট উত্থান, মার্কিন প্রেসিডেন্টের খুন , ইজরায়েল রাষ্ট্র তৈরী , মোদীর প্রধানমন্ত্রী হওয়া এর মত ঘটনা।
Highlights
1. আগামীদিনে করোনার থেকে ভয়ঙ্কর কিছু আসবে !
2. কিছুটা চিন্তা বাড়িয়ে দিল তা বলাই বাহুল্য
#নস্ত্রাদামুস #Astrology