Bangla News Dunia, বাপ্পাদিত্য:- আগামী এক বছরে কতটা বাড়তে পারে সেনসেক্স, তা উঠে এল গ্লোবাল ব্রোকারেজ সংস্থা মরগ্যান স্ট্যানলির রিপোর্টে। দেশের স্টক এক্সচেঞ্জের অন্যতম প্রধান সূচকের বৃদ্ধির পরিমাণ নিয়ে একাধিক সম্ভাবনা কথা জানানো হয়েছে ওই রিপোর্টে। ভারতের স্টক মার্কেটের গ্রোথ কেমন হতে পারে, তারও আন্দাজ মিলছে এই রিপোর্টে।
মরগ্যান স্ট্যানলি জানিয়েছে, ২০২৬ সালের জুন মাসের মধ্যে ৮৯ হাজারে পৌঁছে যাবে বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স। অর্থাৎ যা বর্তমানে পরিস্থিতি থেকে ৮ শতাংশ বেশি। অর্থাৎ সাধারণভাবে স্টক মার্কেটের ওঠানামা চলতে থাকলে আগামী এক বছরে ৮ শতাংশ পর্যন্ত বাড়বে এই সূচক। আমেরিকায় মন্দা পূর্বাভাস, জ্বালানি তেলের দামে পতন- এই সমস্ত ফ্যাক্টরের নিরিখেই এই পূর্বাভাস দিয়েছে ওই ব্রোকারেজ সংস্থা। বিশেষজ্ঞরা মনে করছেন, এই রিপোর্ট ভারতের ম্যাক্রোইকনমিক পরিস্থিতির বৃদ্ধির ধারাকেই তুলে ধরছে।
আরও পড়ুন:- দিনে মাত্র এত পা হাঁটলে ১৩ ধরনের ক্যান্সারের ঝুঁকি কমে যায়, বলছে গবেষণা
নেতিবাচক প্রভাব যদি বাজারে না পড়ে এবং এর জেরে বাজারের বৃদ্ধির যদি দ্রুতগামী হয়। অর্থাৎ শেয়ার বাজারে যদি বুলিশ পরিস্থিতি থাকে। তাহলে ২০২৬ সালের জুন মাসের মধ্যেই ১ লক্ষ ছুঁতে পারে সেনসেক্স। আরবিআই যদি লেনদেনর পরিস্থিতি আরও সহজ করে, জিএসটি হারে বদল আসে, বিশ্ব বাণিজ্যে অস্থিরতা কমে। তাহলে সেনসেক্স এই পর্যায়ে পৌঁছে যাবে বলে আশা মরগ্যান স্ট্যানলির।
আবার শেয়ার বাজারের পরিস্থিতি যদি খুব খারাপ হয়। আন্তর্জাতিক বাজারে তেলের দাম ১০০ ডলার ছাড়িয়ে যায়, ভয়ঙ্কর মন্দার পরিস্থিতি আসে, সে ক্ষেত্রে আগামী বছরের জুনের মধ্যে ৭০ হাজারেও নেমে যেতে পারে সেনসেক্স। তবে এ রকম ঘটনার সম্ভাবনা মাত্র ২০ শতাংশ বলে জানিয়েছে মরগ্যান স্ট্যানলি। অন্য দিকে, আগামী বছরের জুনের মধ্যে সেনসেক্সের এক লক্ষ পার হওয়ার সম্ভাবনা মাত্র ৩০ শতাংশ। ২০২৬ সালের জুনে সেনসেক্সের ৮৯ হাজার পৌঁছনোর সম্ভাবনা ৫০ শতাংশ। ফিনান্সিয়াল, কনজ়িউমার, ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের বৃদ্ধির সম্ভাবনা বেশি। অন্য দিকে এনার্জি, মেটেরিয়াল, ইউটিলিটি এবং হেলথকেয়ার সেক্টরের বৃদ্ধি তুলনায় কম হতে পারে বলে উঠে এসেছে রিপোর্টে।
আরও পড়ুন:- আজকাল অনেকের অল্প বয়সেই চুল পেকে যাচ্ছে কেন? জেনে নিন প্রতিকার