Bangla News Dunia, Pallab : মাধ্যমিকের (Madhyamik 2026) দিনক্ষণ ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ। আগামী বছর অর্থাৎ ২০২৬ সালে ফেব্রুয়ারিতে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী বছর ২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত।
আরও পড়ুন : হঠাৎ কে মোদির কার্যালয়ে গেলেন রাহুল ও প্রধান বিচারপতি ?
রইল তালিকা (Madhyamik 2026 Routine):
২ ফেব্রুয়ারি, সোমবার- প্রথম ভাষা অর্থাৎ বাংলা পরীক্ষা
৩ ফেব্রুয়ারি, মঙ্গলবার- দ্বিতীয় ভাষা অর্থাৎ ইংরেজি।
৬ ফেব্রুয়ারি, শুক্রবার- ইতিহাস
৭ ফেব্রুয়ারি, শনিবার- ভূগোল
৯ ফেব্রুয়ারি, সোমবার- অঙ্ক
১০ ফেব্রুবারি, মঙ্গলবার- ভৌত বিজ্ঞান
১১ ফেব্রুবারি, বুধবার- জীবন বিজ্ঞান
১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার- ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা রয়েছে।
ফিজিক্যাল এডুকেশন, ওয়ার্ক এডুকেশন ও সোশ্যাল সার্ভিস পরীক্ষার দিনক্ষণ পরে জানানো হবে। পরীক্ষা শুরু হবে সকাল পৌনে ১১টায়। শেষ দুপুর দু’টোয়। প্রথম পনেরো মিনিট শুধুমাত্র প্রশ্নপত্র দেখার জন্য। লেখা শুরু করা যাবে ১১টায়। তবে ভোকেশনাল বিষয়, কম্পিউটার পরীক্ষার ক্ষেত্রে এই সময়সীমা অন্য।