‘আগুন নিয়ে খেলবেন না’, বড়বাজারে গিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : আগুন নিয়ে খেলবেন না। কথা না শুনলে পুরসভাস দমকল, পুলিশ, ব্যবস্থা নেবে।’ দিঘা থেকে ফিরেই বৃহস্পতিবার বড়বাজারে আগুন (Bara Bazar Fire) লাগার ঘটনায় ঘটাস্থল পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। সেখানে গিয়ে একথা বলেন তিনি। তিনি বলেন, ‘আপৎকালীন ব্যবস্থা যাঁরা রাখে না, তাঁরা ক্ষমার অযোগ্য। বারবার বলা সত্ত্বেও অনেকে শুনছেন না। পুরসভা বলা সত্ত্বেও ক্ষতিগ্রস্ত বাড়ি ছাড়ছে না।’

আরও পড়ুন : এই ৩ অভ্যাস মানুষকে ধনী করে, আপনার একটাও আছে?

মমতা জানান, ‘আগুনে মৃত্যু হয়নি, মৃত্যু হয়েছে ধোঁয়ায়। ধোঁয়া বেরোনোর সব পথই বন্ধ করে দেওয়া হয়েছিল।’ বড়বাজারের হোটেল সিল করে দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী। বড়বাজারের অগ্নিকাণ্ডের পৃথক তদন্ত করবে পুরসভা। তিনি বলেন, ‘রাতে আগুন লাগার খবর পেয়েছিলাম। সারা রাত নজর রেখেছিলাম। হোটেলটা ৮৯ থেকে চলছে। এলাকায় অনেক বিল্ডিংয়ের অবস্থাই খারাপ। অনেক বিল্ডিংয়ের অগ্নিনির্বাপণ ব্যবস্থা নেই। আমরা ৯০ জনের জীবন বাঁচাতে পেরেছি।’ কলকাতা ও জেলায় পুলিশ, দমকলকে সারপ্রাইজ ভিজিট করার কথা বলবেন বলে এদিন জানান মমতা।

আরও পড়ুন : হার্ট অ্যাটাকের আগে ৭টি সংকেত দেয় আমাদের শরীর, বুঝতে পারলে জীবন বাঁচবে

আরও পড়ুন : ওষুধ ছাড়াই অ্যাসিডিটি থেকে মুক্তি পেতে চান? জেনে নিন ঘরোয়া উপায়

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন