আজ কৌশিকী অমাবস্যা ! ভক্তিভরে পালন করুন কিছু উপায় , পাবেন মায়ের আশির্বাদ

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

ma kali

Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :-  কৌশিকী অমাবস্যা হলো মা তারার আবির্ভাব তিথি। আজ ১৪ই সেপ্টেম্বর অর্থাৎ ২৭ শে ভাদ্র কৌশিকী অমাবস্যা। আজ থেকেই লাগছে অমাবস্যার তিথি। পরের দিন ১৫ই সেপ্টেম্বর সূর্য উদয়ের পর অমাবস্যা তিথি ছাড়বে। এই দিন অনেকে নানাবিধ নিয়ম মেনে চলেন। তার মধ্যে অন্যতম অমাবস্যার দিন অনেকেই উপবাস করেন। এই দিন নিজের উপর সংযম রাখা খুব জরুরী। এই দিন বিশেষ উপায় হিসেবে মা তারার পায়ে সিঁদুর ও লাল রক্ত জবা নিবেদন করুন ও ভক্তিভরে আপনার মনস্কামনা জানান মাকে। মা আপনার মনস্কামনা পূরণ করবেন অবশ্যই।

আরো পড়ুন :- জানুন রাহুর রাশি পরিবর্তনের ফলে কোন ৩টি রাশির ভাগ্য বদলাতে চলেছে

অমাবস্যার দিন বাড়ির মুখ্য দুয়ারের দুই পাশে দুটি তিলের তেলের প্রদীপ জ্বালাবেন। এতে বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূর হয় এবং ইতিবাচক শক্তির প্রবেশ ঘটে।

এই দিন মায়ের সামনে ঘিয়ের একটি প্রদীপ জ্বালিয়ে রাখবেন এবং এই প্রদীপ দিবা নিশি জ্বালিয়ে রাখতে হবে। প্রদীপ যাতে জ্বলতে থাকে সেদিকে বিশেষ খেয়াল রাখবেন।

 

niladri-misra

 

এই দিন বাড়ি খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। কোনও এঁঠো বাসনপত্র রান্নাঘরে ফেলে রাখবেন না। পুরনো ছেঁড়া জামা কাপড় বদলে ফেলবেন, এগুলি ফেলে দেওয়ার চেষ্টা করবেন।

কৌশিকী অমাবস্যার রাতে জল আছে এমন কুয়োতে কিছুটা কাঁচা দুধ ঢেলে আপনি আপনার মনস্কামনা জানাবেন, এতে মনস্কামনা পূর্ণ হওয়ার বিশেষ আশা থাকে। তবে এই কাজটি করতে কেউ যেন আপনাকে না দেখে সেদিকে বিশেষ খেয়াল রাখবেন।

আরো পড়ুন :- আপনি কি জীবনে নানাবিধ সমস্যায় জর্জরিত ? তাহলে পালন করুন কিছু সহজ টোটকা

কৌশিকী অমাবস্যার দিন একটি শুকনো নারকেল নিয়ে অর্থাৎ যে নারকেলে জল নেই এরকম একটি শুকনো নারকেল নিন। তারপর নারকেলটির মাথা কেটে তাতে একটি ফুটো করে তার মধ্যে চিনি ভরে দিন। এবার ওই নারকেলটিকে বাড়ি থেকে খানিকটা দূরে কোন গাছের গোড়ায় পুঁতে দিন। মনে রাখবেন নারকেলে করা ফুটোটা যেন উপরের দিকে থাকে, বিশেষভাবে লক্ষ্য রাখবেন কাজটি করতে যেন আপনাকে কেউ না দেখে বা কোনও বাধা সৃষ্টি না করে।

আরো পড়ুন :- মার্গী অবস্থানে যেতে চলেছে শুক্র ! ফলে ভাগ্য খুলবে ৩টি রাশির

আরো পড়ুন :- বছরের শেষ সূর্যগ্রহণে তৈরি হবে অশুভ যোগ ! সমস্যায় পড়বে এই ৫টি রাশি

আরো পড়ুন :- বাস্তু মতে ঘুমনোর সময় মাথার কাছে রাখুন কিছু জিনিষ, বদলে যাবে আপনার জীবন

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন

————————————————————————

জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র

বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।

চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর

ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন