Bangla News Dunia, Pallab : আজ অর্থাৎ ৩০ এপ্রিল ২০২৫ থেকে মাদার ডেয়ারি (Mother Dairy) তাদের তরল দুধের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে প্রতি লিটারে ২ টাকা করে এই দাম বৃদ্ধি করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে যে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় তারা এই দাম বৃদ্ধির পথে হাটতে বাধ্য হয়েছে। এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি প্রভাব পড়বে গরীব ও মধ্যবিত্ত শ্রেণির উপরে, যারা প্রতিদিনের খরচে আগে থেকেই চাপে রয়েছেন।
আরও পড়ুন : হার্ট অ্যাটাকের আগে ৭টি সংকেত দেয় আমাদের শরীর, বুঝতে পারলে জীবন বাঁচবে
আজ থেকে দুধের দাম বাড়াল মাদার ডেয়ারি
এর ফলে বিভিন্ন ক্যাটেগরির দুধের নতুন দাম হবে – ফুল ক্রিম দুধ – ৬৮ প্রতি লিটার থেকে বৃদ্ধি পেয়ে ৬৯ টাকা হয়েছে, টোনড দুধ – ৫৬ থেকে ৫৭ হয়েছে, গরুর দুধের দাম ৫৭ থেকে বৃদ্ধি পেয়ে ৫৯ টাকা হয়েছে। এই দামের পরিবর্তন আজ থেকেই কার্যকর হয়েছে দিল্লি NCR সহ অন্যান্য শহর গুলিতে। মাদার ডেয়ারির তরফ থেকে বলা হয়েছে, কাচামাল, পশু খাদ্য, পরিবহণ ও উৎপাদন খরচ আগের তুলনায় অনেক বেড়ে গেছে। ফলে কোম্পানি দীর্ঘদিন ধরে খরচ নিজেরা সামলানোর চেষ্টা করলেও এখন আর সম্ভব হচ্ছে না।
Mother Dairy এর মত অনুসারে
- গরু ও মহিষের খাবারের দাম ২০ – ২৫% বেড়েছে
- দুধ সংগ্রহ করার খরচ বেড়েছে গ্রামাঞ্চলে
- বিদ্যুৎ ও পরিবহণ খরচও আগের তুলনায় অনেক বেশি
- এই সমস্ত কারণে তারা বাধ্য হয়েই দুধের দাম বাড়াচ্ছে।
আরও পড়ুন : ওষুধ ছাড়াই অ্যাসিডিটি থেকে মুক্তি পেতে চান? জেনে নিন ঘরোয়া উপায়