Bangla News Dunia, বাপ্পাদিত্য:- সাঁতরাগাছি স্টেশনের আধুনিকীকরণ ও নন-ইন্টারলকিং কাজের কারণে দক্ষিণ-পূর্ব রেলওয়ের হাওড়া-খড়্গপুর ডিভিশনে আজ, ৩০ এপ্রিল থেকে ১৮ মে পর্যন্ত ব্যাপক ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ১৯ দিনে বাতিল হচ্ছে ২১২টি লোকাল ট্রেন ও ২৭টি এক্সপ্রেস ট্রেন। পরিবর্তন হয়েছে আরও ১৫টি এক্সপ্রেস ট্রেনের সময়সূচি এবং সংক্ষিপ্ত করা হয়েছে ২৪টি ট্রেনের যাত্রাপথ।
রেল কর্তৃপক্ষের দাবি, কাজটি অত্যন্ত জরুরি এবং পরিকাঠামো উন্নয়নের জন্য এই পদক্ষেপ নেওয়া হলেও, যাত্রীদের জন্য বিকল্প ব্যবস্থা খোঁজা হচ্ছে। তবে তাতে কতটা সুরাহা হবে, তা নিয়ে সন্দিহান নিত্যযাত্রী ও দূরপাল্লার যাত্রীরা।
সবচেয়ে বেশি ট্রেন বাতিল হবে ১৭ মে, সেদিন ৫৮টি লোকাল ট্রেন চলবে না। এছাড়া ৩ মে (২১টি), ৭ মে (১৯টি), ১১ মে (৩৬টি), ও ১৮ মে (৩২টি) ট্রেন বাতিল থাকবে। ১২ থেকে ১৪ মে পর্যন্ত পরিষেবা কিছুটা স্বাভাবিক থাকবে।
বাতিল হওয়া এক্সপ্রেস ট্রেনগুলির তালিকায় রয়েছে বহু গুরুত্বপূর্ণ গন্তব্যের ট্রেন:
৪, ৫, ৬, ও ৭ মে: পুরী–শালিমার এক্সপ্রেস
৫, ১৭, ১৮ মে: সাঁতরাগাছি–পুরুলিয়া–হাওড়া রূপসী বাংলা এক্সপ্রেস
১১ মে: পুরী–হাওড়া শতাব্দী এক্সপ্রেস
১০, ১১ মে: উদয়পুর–শালিমার সাপ্তাহিক এক্সপ্রেস
১১ মে: হাওড়া–দিঘা ণ্ডারী এক্সপ্রেস, তাম্রলিপ্ত এক্সপ্রেস
১০, ১৭ মে: হাওড়া–বোকারো স্টিল সিটি এক্সপ্রেস
১১, ১৭ মে: হাওড়া–পুরী এক্সপ্রেস
১৭ মে: সাঁতরাগাছি–দিঘা TOD স্পেশাল
১৭, ১৮ মে: ধৌলি এক্সপ্রেস (পুরীগামী), দুটি দিঘাগামী এক্সপ্রেস
১৭ মে: আরণ্যক এক্সপ্রেস (শালিমার–বেলপাহাড়ি)
এই দীর্ঘদিনের ট্রেন বাতিলের ফলে অফিসযাত্রী, পর্যটক ও সাধারণ যাত্রীদের যাতায়াতে ব্যাপক সমস্যা হবে বলেই আশঙ্কা। বিশেষত যারা দিঘা, পুরী, বেলপাহাড়ি বা পুরুলিয়া রুটে যাতায়াত করেন, তাঁদের দুর্ভোগ চরমে উঠতে পারে।
আরও পড়ুন:- Paracetamol বেশি খেলেই লিভার-কিডনির মারাত্মক ক্ষতি, বিকল্প উপায় কী? জানুন
আরও পড়ুন:- ভারতেই এই দুই মিসাইলের সামনে পাকিস্তানের সব শক্তি ফিকে । বিস্তারিত জেনে নিন