Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- সারা দেশজুড়ে পালিত হয় শিবচতুর্দশীর ব্রত। হিন্দু ধর্মে বলা হয়, শিবরাত্রি ব্রত পালন করে ভোলা মহেশ্বরকে সন্তুষ্ট করা যায় ৷ আরও বলা হয়, এই ব্রত পালনকারীদের কারুর মনস্কামনাই ফেরান না মহাদেব ৷ উপোষ করে সারা রাত জেগে মহাদেবের মাথায় জল ঢালেন বিবাহিত এবং কুমারী মেয়েরা ৷ উপোষ যারা করেন তাঁদের সর্বক্ষন মাথায় চলতে থাকে কোনটা খাওয়া চলবে আর কোনটা চলবে না। উপোষীরা দুধ অনায়াসে খেতে পারেন। হিন্দু ধর্মে বলা আছে, দুধ মহাদেবের ভীষণ পছন্দের পানীয় তাই যারা শিবরাত্রির উপোষ করছেন তাঁরা দুধ খেতে পারেন।
আরো পড়ুন :- জানুন কোন সঙ্কেত বলে দেবে আপনার ঘরে মা লক্ষ্মীর কৃপা আছে কিনা ?
যারা উপোষ করেন কমবেশি প্রত্যেকেই সাবুদানা খেয়ে থাকেন। সাবুদানার খিচুড়ি, সাবুদানার পোকরা কিংবা দুধ, নারকেল কোড়া, কলা দিয়ে মিশিয়েও সাবুদানা খেতে পারেন। যা খেতেও সুস্বাদু, আর পেটেও থাকবে দীর্ঘক্ষণ ৷ উপোষ করলে ফল কিংবা ড্রাই ফ্রুটস অন্যতম স্বাস্থ্যকর এবং পুষ্টিকর খাদ্য। ফল এবং দুধ দিয়ে মিল্কসেক বানিয়েও আপনি অনায়াসে খেতে পারেন ৷ এছাড়া কাজু, কিশমিশ, আমন্ড প্রমুখ ড্রাই ফ্রুটও খেতে পারেন আপনি ৷
আরো পড়ুন :- এই মহাশিবরাত্রিতে কালসর্প দোষ থেকে মুক্তি পান এই সহজ প্রতিকারের মাধ্যমে
আরো পড়ুন :- ৩০ বছর পর শিবরাত্রিতে দুর্লভ যোগ ! জানুন অর্থ থেকে প্রেমে জোয়ার আসবে কোন কোন রাশির ?
আরো পড়ুন :- জ্যোতিষ শাস্ত্র মতে, বাস্তু দোষ দূর করতে এই টোটকা গুলি পালন করুন
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)