Bangla News Dunia, বাপ্পাদিত্য:- আর কিছু সময়ের অপেক্ষা । আজকেই প্রকাশিত হবে এই বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল । শুক্রবার সকাল 9টায় সাংবাদিক বৈঠক করে ফলপ্রকাশ করবেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় । তারপর সকাল 9.45 থেকে বিভিন্ন ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে নিজেদের ফলাফল জানতে পারবে পরীক্ষার্থীরা ।
পরীক্ষার্থীরা তাদের ফলাফল জানতে পারবে মধ্যশিক্ষা পর্ষদের নিজস্ব ওয়েবসাইট www.result.wbbsedata.com থেকে । এছাড়াও গুগল প্লে স্টোর থেকে https://iresults.net/wbbse-app/ অ্যাপটি ডাউনলোড করেও নিজেদের ফলাফল জানতে পারবে পরীক্ষার্থীরা । শুক্রবারই তারা স্কুল থেকে মার্কশিটও সংগ্রহ করতে পারবে ৷
এই বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল 10 ফেব্রুয়ারি । পরীক্ষা শেষ হয় 22 ফেব্রুয়ারি । পরীক্ষা শেষের প্রায় 69 দিনের মাথায় ফলাফল প্রকাশ করতে চলেছে পর্ষদ । এবার মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা প্রথমে ছিল 9,84,753 জন । কিন্তু 181 জন পরীক্ষার্থী শেষ 24 ঘণ্টায় অ্যাডমিট কার্ডের জন্য আবেদন করেছিল । তবে আবেদনকারীর সবাই অ্যাডমিট কার্ড সংগ্রহ করেনি । ফলে শেষ মুহূর্তে পরীক্ষার্থীর সংখ্যা বেড়ে হয়েছিল 9,84,910 । যা গতবারের থেকে 60 হাজার বেশি ।
আরও পড়ুন:- মে মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে ঢুকবে? যদি টাকা না আসে, কী করবেন? জেনে নিন
অন্যদিকে, এবছর মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ছিল 2,683টি । এবার পরীক্ষায় টুকলি রুখতে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছিল পর্ষদের তরফে । তবে সেই কঠোর নিরাপত্তার মধ্যেও পরীক্ষা চলাকালীন এই বছর পরীক্ষার্থীদের থেকে উদ্ধার হয়েছে 19টি মোবাইল ফোন । একজনের থেকে উদ্ধার হয়েছে স্মার্টওয়াচ । যার জন্য এই বছর বাতিল হয়েছে মোট 20 জনের পরীক্ষা ।
প্রসঙ্গত, বুধবার প্রকাশিত হয়েছে আইসিএসসি ও আইএসসি ফলাফল । সেখানে রাজ্যে পাশের হারে ছাত্রদের তুলনায় এগিয়ে ছাত্রীরা । দশম শ্রেণিতে পাশের হার 98.76 শতাংশ । আইএসসি অর্থাৎ দ্বাদশ শ্রেণিতে পাশের হার 98.75 শতাংশ । দুই ক্লাসের ক্ষেত্রেই ছাত্রদের তুলনায় এগিয়ে ছাত্রীরা । রাজ্যে দশম ক্লাসে অর্থাৎ আইসিএসই-তে ছাত্রদের পাশের হার 99.04 শতাংশ । অন্যদিকে দ্বাদশ শ্রেণির ক্ষেত্রে ছাত্রীদের পাশের হার 99.38 শতাংশ ।
আরও পড়ুন:- বিজ্ঞানের নয়া আবিষ্কার, ক্রিম লাগালেই গায়েব হবে ভুঁড়ি! কীভাবে কাজ করে? জানুন
আরও পড়ুন:- ৬ মিনিট বাথরুম ব্যবহারের জন্য ৮০০ টাকা! দিনেদুপুরে ‘ডাকাতি’