Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- হিন্দু ধর্মে গাছ , মাটি থেকে শুরু করে অসংখ্য দেব-দেবী। বেদে জগন্নাথ দেবের কোনও উল্লেখ নেই। রামায়ণ এবং মহাভারতেও উল্লেখ নেই জগন্নাথের ৷ জগন্নাথ শব্দের অর্থ জগতের নাথ। ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর এই তিন প্রধান দেবতা! তাহলে জগন্নাথ দেব কে ? বিষ্ণুর নবম অবতার হলেন জগন্নাথ ৷ কেউ কেউ আবার দাবি করেন জগন্নাথদেব ভৈরব বা শিব ৷ কেউ কেউ আবার দাবি করেন জগন্নাথ আসলে আদিবাসী দেবতা ৷ জগন্নাথদেবের পুরোহিতরা প্রতিবছর ভাদ্র মাসে তাঁকে বিষ্ণুর বামন অবতারের বেশে পুজো করেন। বার্ষিক রথযাত্রার সময়ও তাঁকে বামন রূপে পুজো করা হয়। সেই পুজোকে বলা হয় দধিবামন ৷ জগন্নাথ দেবকে নিয়ে বিস্তর মতভেদ থাকলেও সর্বশক্তির আধার হিসেবেই তাঁকে নিষ্ঠা ভরে পুজোও করা হয় ৷
আরো পড়ুন :- ঘুম থেকে উঠেই দেখবেন না বেশ কিছু জিনিষ ! আপনার দিনটা ভালো যাবে
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)