আজ ২৩ মে শুক্রবার জানুন আপনার আজকের দিনটি কেমন যাবে

By Bangla News Dunia Dinesh

Published on:

rashifol

Bangla News Dunia , জ্যোতিষবিদ  শ্রী কৌশিক :- আজ ২৩ মে শুক্রবার জানুন আপনার আজকের দিনটি কেমন যেতে পারে।

১. মেষ রাশি :- আজ আত্বিয়ের সাথে ভালো সম্পর্ক বজায় থাকবে। প্রেমের যোগ রয়েছে। নতুন উদ্যোমে কাজ করে সফলতা পাবেন। শারীরিক কষ্ট বৃদ্ধি পেতে পারে। আপনি আপনার প্রিয় মানুষটির কাছ থেকে ভালোবাসা পেতে পারেন। আজ রাস্তাঘাটে সাবধানতা অবলম্বন করুন।  আজ আপনার শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে।

২.  বৃষ রাশি :- আজ আপনার আর্থিক উপার্জনের সম্বাভনা রয়েছে , বুধ আপনার সেই রাস্তা তৈরী করে দিয়েছে। সন্তানের জন্য অর্থ ব্যায় হবে। আজ প্রেম ও পরিবার সংক্রান্ত বিষয়ে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন। আজ আপনার শত্রুরা চক্রান্তে জিততে পারবে না। আজ পরিবারের কারো বাবহারে আপনি অসন্তুষ্ট হবেন।

৩. মিথুন রাশি :- এই রাশির মানুষদের এই সময় কয়েকটি জিনিসের ক্ষেত্রে সমস্যার মুখে পড়তে হতে পারে। শনির গোচরের সময় কালে আদালতে চক্কর কাটতে হতে পারে এই রাশির মানুষদের । এই সময় এই রাশির মানুষদের ধৈর্য এবং সংযম বজায় রাখতে হবে। এই সময় আর্থিক কারণে ঋণ নেওযার পরিস্থিতি তৈরি হতে পারে। এই সময় অর্থ বাঁচিয়ে রাখার চেষ্টা করুন।

 

৪. কর্কট রাশি :- আজ মাতা পিতার জন্য খরচ বৃদ্ধি পাবে। নিজের  রাগ সংযত করুন। যারা অফিসের কাজের সাথে যুক্ত তাদের দিনটি ভালো যাবে। আজ প্রেমের সম্পর্কে ফাটল ও ধরতে পারে। আয়ের রাস্তা খুলবে। আজ বাড়ির কোনো সদস্য কাজের উদেশ্যে বাইরে যাবার ফলে মানসিক কষ্ট পাবেন। ব্যাবসায় নিজের বুদ্ধির জোরে বাধা কাটাতে পারবেন।

৫. সিংহ রাশি :-  আজ খুব ভালো একটা যোগাযোগ আপনার জন্য আসতে পারে। আজ মাতা পিতার সাথে ভালো সম্পর্ক থাকবে। আজ আবেগের বসে কোনো কাজ না করাই ভালো হবে। আজ অল্প সঞ্চয় নিয়ে পরিবারে অশান্তি হতে পারে। কোনো প্রেমের প্রস্তাবে আজ রাজি না হওয়াই ভালো হবে। অন্যের উপকার করে মানসিক শান্তি লাভ করবেন।

৬. কন্যা রাশি :- আজ আপনার আর্থিক উপার্জনের সম্বাভনা রয়েছে , বুধ আপনার সেই রাস্তা তৈরী করে দিয়েছে। সন্তানের জন্য অর্থ ব্যায় হবে। আজ প্রেম ও পরিবার সংক্রান্ত বিষয়ে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন। আজ আপনার শত্রুরা চক্রান্তে জিততে পারবে না। আজ পরিবারের কারো বাবহারে আপনি অসন্তুষ্ট হবেন।

৭. তুলা রাশি :- এই রাশির মানুষদের এই সময় কয়েকটি জিনিসের ক্ষেত্রে সমস্যার মুখে পড়তে হতে পারে। শনির গোচরের সময় কালে আদালতে চক্কর কাটতে হতে পারে এই রাশির মানুষদের । এই সময় এই রাশির মানুষদের ধৈর্য এবং সংযম বজায় রাখতে হবে। এই সময় আর্থিক কারণে ঋণ নেওযার পরিস্থিতি তৈরি হতে পারে। এই সময় অর্থ বাঁচিয়ে রাখার চেষ্টা করুন।

৮. বৃশ্চিক রাশি :- আজ বাড়ির তৈরীর জন্য শুভ সময়। অতিরিক্ত রাগের কারণে আপনার ক্ষতি হতে পারে। বিপদে মাথা ঠান্ডা রাখুন। আজ রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন।  হঠাৎ কোনো রোগে ভুগতে পারেন। বিবাহিত জীবনে অশান্তি দেখা দিতে পারে। ব্যবসায় উন্নতির লক্ষণ রয়েছে। আজ টাকা – পয়সায় ব্যাপারে কোনো মানুষের উপর চোখ বন্ধ করে বিশ্বাস করা সঠিক কাজ হবে না।

 

৯. ধনু রাশি :- পরিবারের কোনো মানুষের শরীর খারাপ হবার জন্য খরচ বৃদ্ধি পাবে। আজ স্ত্রীর সাথে কোনো কারণে বিবাদ দেখা দিতে পারে ।  আজ বন্ধুদের থেকে একটু দূরত্ব বজায় রাখুন। যারা বেকার তাদের নতুন চাকরির সুযোগ আসতে পারে। সাংসারিক সমস্যা দেখা দিতে পারে। আজ যে কোনো দরকারি কাজ মেটাবার জন্য উপযুক্ত দিন।

 

১০. মকর রাশি :- আজ সম্পত্তির ব্যাপারে আলোচনা করতে হতে পারে। নিজের মধুর ব্যাবহারে লোকের মন জয় করতে সক্ষম হবেন।  পরিবারে কোনো অনৈতিক বিষয় নিয়ে ঝামেলা হতে পারে। আজ বাড়িতে অতিথি আসতে পারে। ভাই – বোনের সম্পর্কে চিড় ধরতে পারে। কোনো মানুষ আজ আপনার প্রেমিক মনকে উস্কে দিতে পারে।

১১. কুম্ভ রাশি :- এই রাশির মানুষদের এই সময় কয়েকটি জিনিসের ক্ষেত্রে সমস্যার মুখে পড়তে হতে পারে। শনির গোচরের সময় কালে আদালতে চক্কর কাটতে হতে পারে এই রাশির মানুষদের । এই সময় এই রাশির মানুষদের ধৈর্য এবং সংযম বজায় রাখতে হবে। এই সময় আর্থিক কারণে ঋণ নেওযার পরিস্থিতি তৈরি হতে পারে। এই সময় অর্থ বাঁচিয়ে রাখার চেষ্টা করুন।

১২. মীন রাশি :- আজ রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। ব্যবসায় সমস্যা থাকলেও চিন্তার কোনো কারণ নেই। আজ অর্থ উপার্জনের তুলনায় ব্যায় বেশি হতে পারে। বাড়ির বড়দের শরীর নিয়ে খরচ বৃদ্ধি পেতে পারে । আজ কোনো বিশেষ কাজ থাকলে তা স্থগিত রাখতে পারেন। কোনো অশুভ সংকেত পেলে তা তাড়াতাড়ি বোঝার চেষ্টা করুন।

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন