আজ ২৬ মে চন্দ্রগ্রহন ! কি করবেন আর কি করবেন না ?

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :– আজ ২৬ মে চন্দ্রগ্রহন ! চন্দ্র গ্রহণ শুরু হবে দুপুর ৩:৪৫ মিনিট থেকে এবং গ্রহনের সমাপ্তি হবে সন্ধ্যা ৭:৫১ মিনিটে। কিছু গুরুত্বপূর্ণ টিপস —–

গ্রহনের সময় কি কি করা উচিত না —–

১. গ্রহনের সময় ধারালো অস্ত্র স্পর্শ করা বা এগুলো দিয়ে কোনো কিছু কাটা উচিত না।

২. গ্রহনের মুহুর্তে কোনো খাবার রান্না করবেন না।

৩. এই সময় কোনোরকম খাবার খাওয়া উচিত না, এবং রান্না খাবারে ১-২ টা তুলসী পাতা দিতে হবে গ্রহনের আগে।

৪. এই সময় শরীরে কোনো প্রকার তেল মালিশ করা ঠিক না।

৫  গ্রহনের সময় সোনা , রুপা , তামা , লোহা ইত্যাদির গহনা আর সেফটিপিন শরীরে ধারণ করা নিষিদ্ধ।

৬. গ্রহনের সময় ঠাকুরের ছবি , তুলসী গাছ স্পর্শ করা যাবে না।

৭. এই সময় পূজা-পার্বণ সহ কোনো শুভ কাজ করা নিষিদ্ধ।

৮. গ্রহনের সময় কোনোরকম ক্ষৌর কাজ।

৯. গ্রহনের সময় অশুভ শক্তি জাগ্রত হয় তাই কখনো কোনো নির্জন স্থান,বাঁশ ঝারের নিচে  , জঙ্গলে বা শশানে থাকা উচিত নয়।

১০. এই সময় চুলে তেল দেয়া,চুল ধোয়া উচিত না।

১১. কোনো কাপড় গ্রহনের সময় ধোবেন না।

১২. গ্রহনের সময় ঘুমানো উচিত না।

blood-moon-eclipse-moon-eclipse-night-sky-space-full-lunar-astronomy

গ্রহনের সময় কি কি করা উচিত ——

১. গ্রহন শেষ হলে স্নান করে শুদ্ধ বস্ত্রে ভগবানের পূজা করতে হবে।

২. গ্রহনের সময় কাউকে কোনো কিছু দান করা খুব ভালো।

৩. এই দিন মা লক্ষী আর শ্রী বিষ্ণুর পূজা করা উচিত।

৪. পূজার সময় অবশ্যই কাঁচা হলুদ , আতপ চাল , পন্ঞ্চামৃত ব্যাবহার এবং শঙ্খের জল দিয়ে ঠাকুরকে অভিষেক করুন।

” আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল “

বিশেষ বিজ্ঞপ্তি :- সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। এই পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে সচেতন হোন। মাস্ক পড়ুন আর সামাজিক দূরত্ব বজায় রাখুন। সময় এলে ভ্যাকসিন নিন। সতর্ক থাকুন আর সুস্থ থাকুন।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন