Bangla News Dunia , জ্যোতিষবিদ শ্রী কৌশিক :- আজ ৭ মে বুধবার জানুন আপনার আজকের দিনটি কেমন যেতে পারে।
১. মেষ রাশি :- যারা কুটির শিল্পের সাথে যুক্ত তাদের অগ্রগতি আসবে। আজ আপনার থেকে কম বয়সীদের কথা শুনলে বিপদে পড়তে পারেন। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। কর্ম জীবনে সফলতা আসবে। আজ আপনার রসিকতা আপনাকে বিপদে ফেলবে। আজ নতুন কোনো ব্যবসায় হাত দেবার জন্য খুবই শুভ দিন।
২. বৃষ রাশি :- আজ বন্ধুদের সাথে বুঝে কথা বলুন। বাড়ির কাজের লোকের সাথে বিবাদ হতে পারে। গুরুজনের সাথে বিবাদের ফলে মানসিক কষ্ট হতে পারে। যারা বেকার তাদের নতুন চাকরির সুযোগ আসতে পারে। বিবাহিত জীবনে অশান্তি দেখা দিতে পারে। সময়ের গুরুত্ব উপলব্ধি করে আজ আপনি সবার থেকে নির্জনে সময় কাটাতে পছন্দ করবেন।
৩. মিথুন রাশি :- কর্ম ব্যস্ত দিন হওয়া সত্ত্বেও স্বাস্থ্য সুন্দর থাকবে। অংশীদারিত্বে নতুন উদ্যোগ শুরু করার ভালো দিন। যারা ব্যবসা করুন তারা ব্যবসায় সিদ্ধান্ত নিতে পারেন। কেউ যদি আপনাকে সাহায্য করে তবে আপনার উপকারী হবে। যুবক – যুবতীরা প্রেমের সম্পর্কে জড়াতে পারেন। ছোট খাটো সমস্যা ছাড়া শরীর ভালো থাকবে।
৪. কর্কট রাশি :- আজ রোজগার বৃদ্ধি পাওয়ায় সঞ্চয় বৃদ্ধি পাবে। আজ ভালো সময় উপভোগ করবেন কিন্তু তা সার্থক হবে না। বাড়ির বড়দের শরীর নিয়ে খরচ বৃদ্ধি পেতে পারে । আজ জীবনের সমস্ত বিষয়ে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন নয়তো সমস্যায় পড়তে পারেন। নিজের স্বাস্থ্যে নিয়ে বিশেষ সচেতন হন।
৫. সিংহ রাশি :- আজ রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। ব্যবসায় সমস্যা থাকলেও চিন্তার কোনো কারণ নেই। আজ অর্থ উপার্জনের তুলনায় ব্যায় বেশি হতে পারে। বাড়ির বড়দের শরীর নিয়ে খরচ বৃদ্ধি পেতে পারে । আজ কোনো বিশেষ কাজ থাকলে তা স্থগিত রাখতে পারেন। কোনো অশুভ সংকেত পেলে তা তাড়াতাড়ি বোঝার চেষ্টা করুন।
৬. কন্যা রাশি :- আজ অতিরিক্ত কাজের ফলে শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে। কাজে অনীহা দেখা দিতে পারে। সন্তানের জন্য সংসারে অশান্তি হতে পারে। আজ মাত্রা ছাড়া ব্যায় বাড়তে পারে। নিজের ক্যারিয়ারে সফলতা পাবেন। আজ ব্যবসা ও কর্মে যথন যোগাযোগ আসতে পারে। পরিবারে আর্থিক কারণে ঝামেলা হতে পারে।
৭. তুলা রাশি :- যারা বেকার তাদের নতুন চাকরির সুযোগ আসতে পারে। বাড়ির বড়দের শরীর নিয়ে খরচ বৃদ্ধি পেতে পারে । পরিবারের সদস্যদের সাথে একটি শান্তিপূর্ণ ও নির্ঝঞ্ঝাট দিন উপভোগ করুন। আজ শারীরিক সমস্যা দেখা দিতে পারে। প্রেম ভালোবাসার জন্য অনুকূল সময় আজ।
৮. বৃশ্চিক রাশি :- আজ আপনার আর্থিক উপার্জনের সম্বাভনা রয়েছে , বুধ আপনার সেই রাস্তা তৈরী করে দিয়েছে। সন্তানের জন্য অর্থ ব্যায় হবে। আজ প্রেম ও পরিবার সংক্রান্ত বিষয়ে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন। আজ আপনার শত্রুরা চক্রান্তে জিততে পারবে না। আজ পরিবারের কারো বাবহারে আপনি অসন্তুষ্ট হবেন।
৯. ধনু রাশি :- আজ আপনার আর্থিক উপার্জনের সম্বাভনা রয়েছে , বুধ আপনার সেই রাস্তা তৈরী করে দিয়েছে। সন্তানের জন্য অর্থ ব্যায় হবে। আজ প্রেম ও পরিবার সংক্রান্ত বিষয়ে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন। আজ আপনার শত্রুরা চক্রান্তে জিততে পারবে না। আজ পরিবারের কারো বাবহারে আপনি অসন্তুষ্ট হবেন।
১০. মকর রাশি :- আজকে আপনার আমোদপ্রমোদ এবং মজার দিন। আকিজ কারো থেকে কোনো ভালো উপহার পেতে পারেন। আজ প্রেমের জট খুলে যেতে পারে। আজ সংসারের দায়িত্ব পালন করতে না পারায় সাংসারিক অশান্তি হতে পারে। আজ বুকের যন্ত্রনায় কষ্ট পেতে পারেন। আজ সন্তানের জন্য কষ্ট পেতে পারেন।
১১. কুম্ভ রাশি :- আজ স্ত্রীর সাথে সম্পর্কের উন্নতি হবে। আজ শারীরিক ও আর্থিক দিকে নজর রাখুন। আজ সকল কাজের জন্য সময় লাগতে পারে। পরিবারের সদস্যদের সাথে সুন্দর ভালোবাসার মুহূর্ত কাটান। আজ কোনো কারণেই প্রতিবেশীদের সাথে বিবাদে যাবেন না। অতিরিক্ত রাগের জন্য নিজের ক্ষতি হতে পারে।
১২. মীন রাশি :- আজ স্ত্রীর সাথে সম্পর্কের উন্নতি হবে। আজ শারীরিক ও আর্থিক দিকে নজর রাখুন। আজ সকল কাজের জন্য সময় লাগতে পারে। পরিবারের সদস্যদের সাথে সুন্দর ভালোবাসার মুহূর্ত কাটান। আজ কোনো কারণেই প্রতিবেশীদের সাথে বিবাদে যাবেন না। অতিরিক্ত রাগের জন্য নিজের ক্ষতি হতে পারে।
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন