আদমপুর বিমানঘাঁটি পরিদর্শনে মোদি, দেখা করলেন সেনা জওয়ানদের সঙ্গে

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : পঞ্জাবের আদমপুর বিমানঘাঁটি পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার সকালে তিনি সেখানে যান। বায়ুসেনার কর্তারা তাঁকে ঘাঁটির নিরাপত্তা সম্পর্কে অবহিত করেন। জওয়ানদের সঙ্গেও কথা বলেছেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন : সন্ত্রাস ও POK নিয়েই একমাত্র আলোচনা’, পাকিস্তানকে স্পষ্ট বার্তা মোদির

জওয়ানদের সঙ্গে তোলা ছবি এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন প্রধানমন্ত্রী মোদি এবং এটাকে ‘বিশেষ অভিজ্ঞতা’ বলে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, ‘এদিন সকালে আমি এএফএস আদমপুরে গিয়েছিলাম। আমাদের সাহসী জওয়ানদের সঙ্গে দেখা করেছি। তাঁরা সাহস, সংকল্প এবং নির্ভীকতার প্রতীক। তাঁদের সঙ্গে দেখা করা একটি বিশেষ অভিজ্ঞতা। সশস্ত্র বাহিনী দেশের জন্য যা কিছু করে, তার জন্য আমরা চিরকাল কৃতজ্ঞ।’

ভারত-পাকিস্তান উত্তেজনার আবহে সীমান্ত লাগোয়া উধমপুর, পাঠানকোট, আদমপুর এবং ভূজ বিমানঘাঁটিকে টার্গেট করেছিল পাক রেঞ্জার্স। যদিও সেই হামলা সাফল্যের সঙ্গে প্রতিহত করেছে ভারতীয় সেনা। এস-৪০০ ও আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে পাক হামলা ব্যর্থ করেছে ভারত। ইতিমধ্যে সংঘর্ষবিরতির ঘোষণা করেছে দু’পক্ষ। সোমবার দেশবাসীর উদ্দেশে ভাষণে পাকিস্তানকে কড়া বার্তা দেন মোদি। এরপর এদিন আদমপুর বিমান ঘাঁটি পরিদর্শন করলেন তিনি।

আরও পড়ুন : ফ্রি রেশন সামগ্রী পাওয়া বন্ধ হচ্ছে ? জানুন নতুন সিদ্ধান্তে কী বলছে সরকার

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন