আনন্দধারা প্রকল্পে কর্মী নিয়োগ , তাড়াতাড়ি আবেদন করুন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

job

Bangla News Dunia, Pallab : সম্প্রতি পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য দুর্দান্ত খবর প্রকাশ করেছে পূর্ব বর্ধমান জেলার ব্লক উন্নয়ন কমিটি। ওই জেলার আনন্দধারা ব্লক উন্নয়ন প্রকল্পে কর্মী নিয়োগের একটি দুর্দান্ত বিজ্ঞপ্তি সম্প্রতি প্রকাশিত হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে শুধুমাত্র অবসরপ্রাপ্ত কর্মচারীদের আনন্দধারা প্রকল্পের অধীনে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পদে কর্মী নিয়োগ করা হবে । যেখানে আবেদন করতে পারবে পূর্ব বর্ধমান জেলার সমস্ত জায়গা থেকে উপযুক্ত ও যোগ্য চাকরি প্রার্থীরা।

আরও পড়ুন : গরমে ভুল স্নান মানেই বিপদ! এই নিয়ম না জানলে হতে পারে বড় ক্ষতি

নিয়োগকারী সংস্থা (Recruiter Agency) : আমরা এই প্রতিবেদনে আলোচনা করেছি পূর্ব বর্ধমান জেলার আনন্দধারা প্রকল্পের কর্মী নিয়োগ সমন্ধে।

পোষ্ট তারিখ (Post Date) : উল্লেখিত চাকরির প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে গত 09.04.2025 তারিখে।

পদের নাম (Post Name) :

চাকরিপ্রার্থীদের এখানে নিয়োগ করা হচ্ছে Assistant Accountant পদে।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :

চাকরিপ্রার্থীদের এখানে আবেদন করতে হলে অন্ততপক্ষে 5 বছরের অভিজ্ঞ কেন্দ্রীয় সরকার অথবা রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী হতে হবে।

বয়সসীমা (Age Limit) :

এখানে আবেদনকারী চাকরি প্রার্থীর বয়স হতে হবে সর্বোচ্চ 65 বছরের মধ্যে । কিন্তু অবশ্যই সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবে।

বেতন কাঠামো (Salary Structure) :

এখানে নিযুক্ত ব্যক্তিকে প্রতিমাসে 11,000 টাকা বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি (Application Process) :

চাকরি প্রার্থীদের অফলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে হবে। আবেদন করার জন্য অফিশিয়াল নোটিশ থেকে অ্যাপ্লিকেশন ফর্মটিকে ডাউনলোড করে সেটিকে প্রয়োজনীয় সমস্ত রকম তথ্য দিয়ে পূরণ করতে হবে । তারপর সেই ফর্ম এবং তার সঙ্গে প্রয়োজনীয় সমস্ত রকম ডকুমেন্টস্ এ জেরক্স কপি একত্রিত করে নিচে উল্লেখিত ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠিয়ে দিলে আবেদনটি সম্পূর্ণ হবে।

নিয়োগ পদ্ধতি (Selection Process) :

অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে, এখানে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের কোনো রকম লিখিত পরীক্ষা দিতে হচ্ছে না। শুধুমাত্র ওয়াক ইন ইন্টারভিউ এর মাধ্যমে চুক্তিভিত্তিক এক বছরের জন্য নিয়োগ করা হচ্ছে আবেদনকারীদের ব্যক্তিদের।

ইন্টারভিউ এর ঠিকানা (Interview Venue) :

এখানে ইন্টারভিউ গ্রহণ করা হবে – পূর্ব বর্ধমানের নতুনহাট মঙ্গলকোট ব্লক ডেভেলপমেন্ট অফিসারের চেম্বারে।

আবেদনের সময়সীমা (Application Deadline) :

এখানে আবেদন গ্রহণ প্রক্রিয়া চলবে আগামী 25.04.2025 তারিখ পর্যন্ত।

ইন্টারভিউ এর তারিখ (Interview Date) :

আবেদনকারী ব্যক্তিদের ইন্টারভিউ গ্রহণ করা হবে আগামী 30.04.2025 তারিখে।

 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন