আন্তর্জাতিক চাপে গাজায় ত্রাণ ঢুকতে দিল ইজরায়েল, মাত্র ১০০ ট্রাক খাবারে পেট ভরবে ২১ লক্ষ মানুষের ? প্রশ্ন

By Bangla News Dunia Dinesh

Published on:

drones-from-lebanon-targeted-israel-pm-benjamin-netanyahu-residence

Bangla News Dunia , দীনেশ :- ইজরায়েলের হামলায় কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। ইজরায়েলের ছোড়া বোমার আঘাতে প্রতিদিনই মৃত্যু হচ্ছে গাজার বাসিন্দাদের। দেখা দিয়েছে খাদ্যাভাব। ইজরায়েলের বাধায় ত্রাণ সরবরাহে বিঘ্ন ঘটছে। এই পরিস্থিতিতে গাজার উপর চাপ সৃষ্টি করেছে ব্রিটেন, ফ্রান্স, কানাডা সহ একাধিক দেশ। অবশেষে আন্তর্জাতিক চাপের মুখে অবরোধ তুলল ইজরায়েল। সোমবার থেকে এখনও পর্যন্ত গাজায় ১০০ ট্রাক ত্রাণ ঢুকতে দিয়েছে নেতানিয়াহুর সরকার। তার পরেও প্রশ্ন থেকেই যাচ্ছে যে, এই সীমিত ত্রাণে কি গাজার প্রায় ২১ লাখ মানুষের খিদে মেটানো সম্ভব কী?

আরও পড়ুন:- ভারতের কঠোর পদক্ষেপে বাংলাদেশের ক্ষতি ৯৩৬৭ কোটি টাকা, বিস্তারিত জেনে নিন

জানা গিয়েছে, ইজরায়েলের হামলায় কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। ধারাবাহিক বোমাবর্ষণে প্রতি দিনই মৃতের সংখ্যা বাড়ছে। তৈরি হয়েছে ব্যাপক খাদ্যসঙ্কট। রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট অনুযায়ী, গাজায় পর্যাপ্ত ত্রাণ না পৌঁছোলে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মৃত্যু হতে পারে ১৪ হাজার শিশুর! রাষ্ট্রপুঞ্জের মানবিক সহায়তা বিষয়ক কর্তা টম ফ্লেচার সংবাদমাধ্যম বিবিসিকে জানিয়েছিলেন, এই মুহূর্তে বিপুল পরিমাণ মানবিক সহায়তার প্রয়োজন গাজার। এই রিপোর্ট প্রকাশ হতেই আন্তর্জাতিক চাপ সৃষ্টি হয় ইজরায়েলের উপর। ব্রিটেন, ফ্রান্স এবং কানাডা প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দেশের বিরুদ্ধে পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে। এর পরেই অবরোধ তোলার কথা ঘোষণা করে ইজরায়েল। দীর্ঘ প্রায় আড়াইমাস পর গাজায় ঢুকল ১০০ ট্রাক ত্রাণ।

আরও পড়ুন:- প্রস্টেট ক্যান্সার বাড়ছে, এই মারণ রোগের উপসর্গ কী? এক ক্লিকে জেনে নিন

প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে ২০২৩ সালের ৭ সেপ্টেম্বরের হামলার পরেই অভিযান শুরু করেছিল ইজরায়েল। এখনও হামাসের বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েল সেনা। বরং ইজরায়েলি বিমান হামলায় প্রতিদিনই গাজায় মৃত্যু হচ্ছে শয়ে শয়ে মানুষের। নেতানিয়াহুও কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, প্রয়োজনে গোটা গাজা ভূখণ্ডকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেবে ইজরায়েল। হামাস যদি বন্দিচুক্তি মানতে রাজি না হয়, তবে হামলা আরও বাড়বে।

আরও পড়ুন:- এই শেয়ারের দাম টানা ৫ দিন ধরে বেড়ে চলেছে, ১৮৯% মুনাফা বৃদ্ধি। জেনে নিন

আরও পড়ুন:- প্রায় বারো হাজার শূন্যপদে নিয়োগ করছে এনটিপিসি, বেতন ৩৫,৪০০ টাকা। শীঘ্রই আবেদন করুন

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন