আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানকে কোণঠাসা করার চেষ্টা ! জানুন কী কী পদক্ষেপ করতে পারে ভারত ?

By Bangla News Dunia Dinesh

Published on:

india pakistan fight

Bangla News Dunia, Pallab : পহেলগাঁওয়ের ঘটনার (Pahalgam Attack) পর থেকে ক্ষোভে ফুঁসছে ভারত। পাকিস্তানকে এবার আন্তর্জাতিক মঞ্চে কোণঠাসা করতে চলেছে নয়াদিল্লি? রিপোর্টের দাবি, আন্তর্জাতিক দিক থেকে পাকিস্তানের উপর অর্থনৈতিক চাপ বৃদ্ধি করতে সক্রিয় হতে পারে ভারত (India-Pakistan)।

আরও পড়ুন : এই ৩ অভ্যাস মানুষকে ধনী করে, আপনার একটাও আছে?

পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগ নতুন কিছু নয়। এর আগেও ভারত বারবার দাবি করেছে, সন্ত্রাসবাদীদের আশ্রয় দেয় পাকিস্তান। সেখান থেকে ভারতে নানাভাবে হামলার পরিকল্পনা করা হয়। ভারতের অভিযোগ, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা থেকে পাকিস্তান যে আর্থিক সাহায্য পেয়ে থাকে, সেগুলির অপব্যবহার করা হয়। সেই টাকা দেশের উন্নয়নের জন্য কাজে না লাগিয়ে পাকিস্তান সন্ত্রাসবাদকে মদতের জন্য খরচ করে। এই দাবিকেই এবার আন্তর্জাতিক মঞ্চে আরও জোরদার করতে চাইছে ভারত। সেক্ষেত্রে দু’টি পদক্ষেপের কথা বলা হয়েছে। এক, আন্তর্জাতিক অর্থভান্ডারে (আইএমএফ) পাকিস্তান নিয়ে উদ্বেগ প্রকাশ করতে চলেছে ভারত। আইএমএফ থেকে পাকিস্তান ৭০০ কোটি ডলার (প্রায় ৫৯ হাজার কোটি টাকা) অর্থসাহায্য পাচ্ছে। এই সংক্রান্ত তিন বছরের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ভারতের অভিযোগ, এই টাকার অপব্যবহার করা হচ্ছে। এই টাকা সন্ত্রাসবাদের জন্য খরচ করছে পাকিস্তান।

দুই, ফিনানশিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের (এফএটিএফ) গ্রে লিস্টে পাকিস্তানের নাম পুনরায় যোগ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপর চাপ বৃদ্ধি করা হতে পারে। পাকিস্তান এফএটিএফ-এর ধূসর তালিকায় দীর্ঘদিন ছিল। পরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে নানা পদক্ষেপের নিশ্চয়তা দিয়ে ২০২২ সালে তালিকা থেকে নিজেদের নাম সরিয়ে নেয় তারা। সূত্রের খবর, সেই তালিকায় পাকিস্তানের নাম পুনরায় যোগ করার বিষয়ে এফএটিএফ-কে চাপ দিতে পারে ভারত।

আরও পড়ুন : হার্ট অ্যাটাকের আগে ৭টি সংকেত দেয় আমাদের শরীর, বুঝতে পারলে জীবন বাঁচবে

আরও পড়ুন : ওষুধ ছাড়াই অ্যাসিডিটি থেকে মুক্তি পেতে চান? জেনে নিন ঘরোয়া উপায়

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন