আন্দোলনকারী চাকরিহারাদের বিরুদ্ধে পুলিশের কড়া পদক্ষেপ নয়, বড় নির্দেশ আদালতের

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : আন্দোলনকারী চাকরিহারা এবং এফআইআরে নাম থাকা শিক্ষক-শিক্ষাকর্মীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। শুক্রবার এমনই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।

আরও পড়ুন : ঝুঁকি ছাড়াই বেশি রিটার্ন পেতে চান ? পোস্ট অফিসের এই স্কিমগুলিতে বিনিয়োগ করুন

এদিন বিকাশ ভবনের (Bikash Bhavan) সামনে ধর্না নিয়ে একগুচ্ছ নির্দেশ দিয়েছে আদালত। আদালত জানায়, সেন্ট্রাল পার্কের সুইমিং পুলের দিকে অর্থাৎ বিকাশ ভবনের ঠিক উলটোদিকে আন্দোলন করা যাবে। বিকাশ ভবনের সামনে অবস্থান করার সময় রণক্ষেত্র চেহারা নেয় এলাকা। তার জেরে এফআইআর হয় কয়েকজন শিক্ষক-শিক্ষাকর্মীর বিরুদ্ধে। এফআইআরে নাম থাকা কোনও চাকরিহারা শিক্ষক এবং শিক্ষাকর্মীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। কিন্তু তদন্ত চলবে। এদিন তা স্পষ্ট করেছেন বিচারপতি। একইসঙ্গে পুলিশকে ‘ধীরে চলো’ নীতি নিতে হবে বলেও জানায় আদালত। সম্ভব হলে অস্থায়ী তাবু টাঙিয়ে দেওয়ার কথাও বলা হয়। পানীয় জল, বায়ো টয়লেটের ব্যবস্থা করার কথাও বলা হয়েছে।

সর্বোচ্চ ২০০ জনের জমায়েতে আন্দোলন (SSC Protest) করার সম্মতি দিয়েছে আদালত। আদালতের নির্দেশে বলা হয়েছে ১২ ঘণ্টা অন্তর পালাবদল করে জমায়েত চালিয়ে যেতে পারবেন আন্দোলনকারীরা। এই বিষয়ে আন্দোলনকারীদের তরফে ১০ আন্দোলনকারীর নাম, ফোন নম্বর সহ যাবতীয় তথ্য আজকের মধ্যেই পুলিশকে জানাতে বলা হয়েছে। যাতে প্রয়োজনে যোগাযোগ করতে পারে পুলিশ। আন্দোলনকারীদের বিরুদ্ধে শোকজ পদক্ষেপ কোনওভাবে ত্বরান্বিত করবে না মধ্যশিক্ষা পর্ষদ। এই বিষয়ে রাজ্যকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন : যৌন সমস্যায় সন্তানহীনতা ? স্থায়ী সমাধান হোমিওপ্যাথি চিকিৎসা

আরও পড়ুন : ‘অপারেশন সিঁদুর’এর সাফল্য এবার পৌঁছোবে বিশ্বের দরবারে !

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন