Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- আপনি কি অলসতা কাটাতে চান ? জীবনে একটি প্রচলিত কথা এখন না, তো কখনই না। কোন কাজ বেশি দিনের জন্য ফেলে রাখা উচিত নয়। কাজ ফেলে রাখলে তা জমতে জমতে শেষে সেই কাজ সহজে আর শেষ করা সম্ভব হয় না। তাই অবসর সময়কে অলসতায় না ডুবিয়ে গুরুত্ব পূর্ণ কাজ করুন। সময়কে কাজে লাগিয়ে কাজ এগিয়ে রাখা বুদ্ধিমানের কাজ। কিন্তু অলসতা আমাদের এগিয়ে থাকতে দেয় না। কিন্তু কিছু উপায়ে সহজেই অলসতা কাটিয়ে উঠুন।
দেখুন এক নজরে ——
১. আপনার কোন কোন কাজটি করা জরুরি তার তালিকা করে ফেলুন। সেই তালিকা অনুযায়ী কাজ গুলো কিছুটা এগিয়ে রাখুন। জীবন অনেক সহজ হয়ে যাবে।
২. নিজের জীবনের সকল ছোট ছোট লক্ষ্য ঠিক করে নিন। আর কাজ শেষ করে বিরতি নিন কিন্তু আগে নয়। তা না হলে অলসতা আবার আপনার ঘাড়ে চেপে বসবে।
৩. আপনার অলস সময় গুলোর সঙ্গী হয়ে থাকে সোশ্যাল মিডিয়া, স্মার্ট ফোন, ল্যাপটপ বা টিভি। এগুলো থেকে কিছু সময়ের জন্য হলেও দূরে থাকুন। কাজে মন বসবে এবং অলসতা হার মানবে।
৪. জীবনে ভুল থেকে শিক্ষা নিয়ে কাজ করতে থাকুন। হেরে যাওয়া মানেই থেমে যাওয়া নয়।
আরো পড়ুন :- স্বামীজির কিছু বিখ্যাত উক্তি বদলে দেবে জীবন ! বিস্তারিত পড়ুন
৫. জানবেন যেকোন কাজ আগ্রহ নিয়ে করলে অলসতার কোন সুযোগ থাকে না।
৬. অলসতা থেকে মন খারাপ ও নানা ধরনের মানসিক অস্থিরতা হতে পারে। তাই সব সময় উৎফুল্ল থাকুন।
রোজ ধ্যান করুন আর দিন শুরু করুন নিজের প্রিয় দেবতাকে স্মরণ করে।
Highlights
1. আপনি কি অলসতা কাটাতে চান ?
2. রোজ ধ্যান করুন
#Health #Life