আপনি কি আসন্ন কোনো চাকরির পরীক্ষার দেবেন ? পড়ুন সেরা GK সমূহ

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

gk

Bangla News Dunia , পল্লব : আপনি কি আসন্ন WBCS বা অন্য কোনো কম্পিটিটিভ এক্সাম দেবেন ? তাহলে আপনার জন্য বেশ কিছু সেরা জিকের সাজেশন রইল। যা আপনার পরীক্ষার পড়ার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হবে। তাহলে পড়ে নিন বিস্তারিত জিকে গুলি সম্পর্কে। পড়ুন একনজরে —-

  1. কে প্রথম ‘ভারতের গভর্ণর জেনারেল’ উপাধি প্রাপ্ত হন ?

(A) লর্ড ক্লাইভ

(B) স্যার জন শোর

(C) ওয়ারেন হেস্টিংস

(D) লর্ড কর্ণওয়ালিশ

উত্তরঃ [C] ওয়ারেন হেস্টিংস।

  1. কে ‘হিন্দু প্যাট্রিয়ট’ -এর সম্পাদক ?

(A) সুরেন্দ্রনাথ ব্যানার্জী

(B) মোতিলাল ঘোষ

(C) শিশির কুমার ঘোষ

(D) হরিশচন্দ্র মুখার্জী

উত্তরঃ [D] হরিশচন্দ্র মুখার্জী।

  1. কোন আইন কে ‘Black-Bill’ বলা হত ?

(A) Rowlatt অ্যাক্ট -কে

(B) Pitt ইন্ডিয়া অ্যাক্ট -কে

(C) দা রেগুলেটিং অ্যাক্ট-কে

(D) ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট-কে

উত্তরঃ [A] Rowlatt অ্যাক্ট -কে।

  1. কোন আন্দোলনের শুরুতে গান্ধিজি ‘করেঙ্গে ইয়ে মরেঙ্গে’ -এর ডাক দিয়েছিলেন?

(A) খিলাফৎ আন্দোলন

(B) নৌ বিদ্রোহ

(C) ভারত ছাড়ো আন্দোলন

(D) দলিত-হরিজন আন্দোলন

উত্তরঃ [C] ভারত ছাড়ো আন্দোলন।

  1. কোন কংগ্রেস অধিবেশনে পূর্ণ স্বাধীনতার দাবী প্রথম উত্থাপিত হয়?

(A) নাগপুর

(B) অমৃতসর

(C) লাহোর

(D) কলকাতা

উত্তরঃ [C] লাহোর।

আরও পড়ুন :- চাকরির-জেনারেল-নলেজ Part-58

  1. কোন গ্রন্থ নীল্ চাষীদের দুঃখ কষ্টের বিবরণ দেয়?

(A) দীনবন্ধু

(B) নীলদর্পণ

(C) নীলদর্শন

(D) আনন্দমঠ

উত্তরঃ [A] দীনবন্ধু।

  1. কোন ঘটনার পর মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন ?

(A) চৌরিচৌরা

(B) রাওলাট আইন

(C) জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্ড

(D) ডান্ডি মার্চ

উত্তরঃ [A] চৌরিচৌরা।

  1. কোন বছর রেগুলেশন XVII বিধিবদ্ধ করে সতীদাহ নিষিদ্ধ ঘোষিত হয়েছিল ?

(A) 1829 খ্রীঃ

(B) 1830 খ্রীঃ

(C) 1835 খ্রীঃ

(D) উপরের কোনোটিই নয়

উত্তরঃ [A] 1829 খ্রীঃ।

  1. কত সালে এবং কোথায় মুসলিম লিগ ‘পাকিস্তান প্রস্তাব’ গ্রহণ করেছিল ?

(A) 1929, লাহোর

(B) 1930, এলাহাবাদ

(C) 1940, লাহোর

(D) 1940, ঢাকা

উত্তরঃ [C] 1940, লাহোর।

  1. কবে ‘আজাদ হিন্দ ফৌজ’ গঠিত হয়েছিল ?

(A) 1 লা অক্টোবর, 1939

(B) 10 ই আগস্ট, 1940

(C) 11 ই মে, 1941

(D) 1 লা সেপ্টেম্বর, 1942

উত্তরঃ [D] 1 লা সেপ্টেম্বর, 1942।

আমাদের এই ওয়েবসাইট থেকে বিভিন্ন সরকারি চাকরি অর্থাৎ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার বিগত বছরের প্রশ্নপত্র সঙ্গে উত্তর পেয়ে যাবেন এবং প্রত্যেকদিন সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট এবং পিডিএফ পেতে অবশ্যই আমাদের ডেসক্রিপশনে টেলিগ্রাম Channel Linkদেওয়া থাকবে সেখানে Join হয়ে যান। Link- https://t.me/banglanewsduniaupdate

আপনি ডেইলিহান্ট-এ এই প্রতিবেদন দেখে থাকলে নিচের টুইটার লিঙ্কে ক্লিক করুন

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন