আপার প্রাইমারি শিক্ষক নিয়োগে সাফল্যের মূল চাবিকাঠি ! জানুন বিস্তারিত

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ পরীক্ষার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা হল WB Upper Primary TET। এটি মূলত ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির জন্য শিক্ষক হওয়ার যোগ্যতা নির্ধারণ করে দেয়। যাঁরা শিক্ষা জগতে একটি স্থায়ী পেশা গড়তে চান, বিশেষ করে যারা d.el.ed ডিগ্রী অথবা b.ed ডিগ্রী অর্জন করে রয়েছেন, তাঁদের কাছে এই পরীক্ষা এক স্বপ্নপূরণের রাস্তা। তবে এই পরীক্ষায় সফল হতে হলে কেবলমাত্র বই মুখস্থ করলেই হবে না; দরকার একটি পরিপূর্ণ কৌশল, এবং সেই কৌশলের কেন্দ্রে থাকে সঠিকভাবে বোঝা WB Upper Primary TET-এর সিলেবাস।

আরও পড়ুন : ঝুঁকি ছাড়াই বেশি রিটার্ন পেতে চান ? পোস্ট অফিসের এই স্কিমগুলিতে বিনিয়োগ করুন

সিলেবাস বা পাঠ্যসূচি কেবলমাত্র কোন বিষয় পড়তে হবে তা জানিয়ে দেয় না, এটি পরীক্ষার গোটা কাঠামো ও প্রস্তুতির গতিপথ নির্ধারণ করে। তাই এই পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করার আগে, সিলেবাস সম্পর্কে পরিপূর্ণ ধারণা রাখা অপরিহার্য।

কেন সিলেবাস গুরুত্বপূর্ণ?

একটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতার জন্য সবচেয়ে আগে দরকার সঠিক লক্ষ্য নির্ধারণ এবং তার দিকে এগিয়ে চলার সুস্পষ্ট পথ। WB Upper Primary TET-এর সিলেবাস সেই পথনির্দেশক ম্যাপের মতো। এতে উল্লেখ থাকে কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসবে, কোন অংশগুলো বেশি নম্বর বহন করে, এবং পরীক্ষার মোট কাঠামো কেমন হবে।

সিলেবাসে কী কী বিষয় থাকে?

WB Upper Primary TET পরীক্ষাটি মূলত চারটি বড় বিভাগের উপর ভিত্তি করে নেওয়া হয়:

  1. চাইল্ড ডেভেলপমেন্ট ও পেডাগজি (৩০ নম্বর) – শিশুর মনস্তত্ত্ব, বিকাশধারা ও শেখানোর কৌশল সম্পর্কে প্রাথমিক ধারণা জানতে হয়।
  2. ভাষা-I (৩০ নম্বর) – মূলত বাংলা বা প্রার্থীর মাতৃভাষা, যার মাধ্যমে শিক্ষাদান করা হবে।
  3. ভাষা-II (৩০ নম্বর) – সাধারণত ইংরেজি বা দ্বিতীয় ভাষা হিসেবে ব্যবহৃত হয়।
  4. বিষয়ভিত্তিক অংশ (৬০ নম্বর) – এটি গণিত ও বিজ্ঞান অথবা সামাজিক বিজ্ঞান থেকে হতে পারে, নির্ভর করে প্রার্থী কোন বিষয়ের শিক্ষক হতে ইচ্ছুক।

এই অংশগুলোর প্রতিটিতেই থাকে পেডাগজিক্যাল অ্যাপ্রোচ, অর্থাৎ কেবল বিষয় জানা নয়, সেই বিষয় কীভাবে শেখানো যায় – সেটাও জানতে হয়।

পরীক্ষার মোট কাঠামো

বিষয় প্রশ্ন সংখ্যা নম্বর
চাইল্ড ডেভেলপমেন্ট ও পেডাগজি ৩০ ৩০
ভাষা-I ৩০ ৩০
ভাষা-II ৩০ ৩০
গণিত ও বিজ্ঞান / সামাজিক বিজ্ঞান ৬০ ৬০
মোট ১৫০ ১৫০

 

আরও পড়ুন : যৌন সমস্যায় সন্তানহীনতা ? স্থায়ী সমাধান হোমিওপ্যাথি চিকিৎসা

আরও পড়ুন : ‘অপারেশন সিঁদুর’এর সাফল্য এবার পৌঁছোবে বিশ্বের দরবারে !

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন