আবার তৃণমূলে বড়সড় ভাঙন ! বিজেপিতে যোগ দাপুটে নেতার

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- আবার তৃণমূলে বড়সড় ভাঙন ! অবশেষে জল্পনার অবসান এবার বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের দাপুটে নেতা রতন ঘোষ। তিনি আগেই উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ ও তৃণমূলের প্রাথমিক সদস্য পদ ছেড়েছিলেন। তখন থেকে নানা মহলে জল্পনা শুরু হয়েছিল। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে এই দিন তিনি বিজেপিতে যোগ দিলেন। রতন ঘোষ উঃ ২৪ পরগনা জেলর প্রভাবশালী তৃণমূল নেতা। ফলে ভোটের আগে প্রবল চাপ ও অস্বত্বিতে উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল নেতৃত্ব।

উলেখ্য হেস্টিংসে বিজেপির রাজ্য কার্যালয়ে একটি যোগদানের কর্মসূচী রাখা হয়েছিল। সেখানে বিজেপির কেন্দ্রীয় নেতা মুকুল রায়, বিজেপির মহাসচিব কৈলাস বিজয়বর্গীয় ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির প্রথম সারির নেতা ও বিধায়করা। সেখানেই সকলের উপস্থিতিতে গেরুয়া পতাকা হাতে তুলে নেন তৃণমূল নেতা রতন ঘোষ। তার সাথে বিজেপিতে যোগ দিলেন আরো তৃণমূলের কর্মী ও সমর্থকরা। যত দিন যাচ্ছে ক্ষোভ বাড়ছে শাসক দলের অন্দরে।

আরো পড়ুন :- গোহত্যা বিরোধী বিল পাশ কর্ণাটক বিধানসভায় ! বিস্তারিত পড়ুন

আগেই বিজেপিতে এসেছেন মিহির গোস্বামী তাছাড়া শুভেন্দুকে নিয়ে বেশ কিছু সময় ধরে অস্বত্বিতে রাজ্যের শাসক দল তৃণমূল। এদিকে বেসুরো গাইতে শুরু করেছেন রাজ্যের এক হেভিওয়েট মন্ত্রী রাজীব ব্যানার্জী। তার নামেও নানা জায়গায় পোস্টার পড়ছে যা নিয়ে চাপে তৃণমূল। দিন দিন দলের অস্বস্তি বাড়ছে শীলভদ্র দত্তকে নিয়ে। আর যত দিনে যাবে আরো বিদ্রোহ বাড়বে তৃণমূলের অন্দরে। যার পুরো ফায়দা যাবে বিজেপির দিকে।

Highlights

1. আবার তৃণমূলে বড়সড় ভাঙন ! 

2. যার পুরো ফায়দা যাবে বিজেপির দিকে

#BJP #TMC

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন