Bangla News Dunia, Pallab : নিজের বাড়ি বানানোর স্বপ্ন সবার মধ্যেই লুকিয়ে থাকে। তবে সবাই তো আর স্বপ্ন পূরণ করতে পারে না। আর সেই স্বপ্ন পূরণ করতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চালু করেছিল প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প (PM Awas Yojana)।
আরও পড়ুন : ‘অপারেশন সিঁদুর’এর সাফল্য এবার পৌঁছোবে বিশ্বের দরবারে !
ইতিমধ্যেই ভারতের কোটি কোটি মানুষ এই প্রকল্পের সুবিধা পেয়ে নিজের স্থায়ী বাড়ি বানিয়ে ফেলেছে। তবে এবার আরো এক দফা বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার। সম্প্রতি এই প্রকল্পে আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। তাই এখনো যারা আবেদন করেননি, তাদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ।
প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প
প্রসঙ্গত জানিয়ে রাখি, ২০২৫ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে এই প্রকল্প শুরু করা হয়। আর এই প্রকল্পের উদ্দেশ্য ছিল একটাই, ২০২৫ সালের মধ্যে দেশের প্রতিটি পরিবারকে যেন স্থায়ী এবং সুরক্ষিত বাড়ি প্রদান করা হয়। শহর থেকে গ্রাম, দেশের প্রতিটি কোণায় কোণায় গৃহহীন নাগরিকদের জন্য এই প্রকল্পের আওতায় বাড়ি দেওয়া হয়।
এমনকি এই প্রকল্পের আওতায় সুবিধাভোগীদের জন্য সরকার আর্থিক সহায়তা প্রদান করে, যাতে তারা নিজের জমিতে কিংবা সরকার নির্ধারিত জায়গায় স্থায়ী বাড়ি নির্মাণ করতে পারে।
বাড়ানো হলো আবেদনের সময়সীমা
এতদিন পর্যন্ত প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের আওতায় আবেদনের করার শেষ তারিখ ছিল ১৫ মে ২০২৪। তবে সাধারণ মানুষের বিপুল আগ্রহ এবং চাহিদার কথা মাথায় রেখে সময়সীমা বাড়িয়ে ৩০ ডিসেম্বর, ২০২৫ তারিখ পর্যন্ত করা হয়েছে। তাই যারা এখনো নিজের বাড়ি বানাতে পারেননি বা এই প্রকল্পের সুবিধা পাননি, তাদের জন্য এটা শেষ সুযোগ হতে চলেছে।