আবেদন রাষ্ট্রসংঘেও, টিআরএফকে নিষিদ্ধ করতে পদক্ষেপ দিল্লির

By Bangla News Dunia Dinesh

Published on:

Hh

Bangla News Dunia, Pallab : পহলগামের বৈসরণে বেছে বেছে নিরীহ ২৫ হিন্দু পর্যটক ও এক টাট্টুওয়ালাকে গুলি করে খতম করার দায় স্বীকার করে লস্করের শাখা সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (TRF)। তাকে জঙ্গি সংগঠনের তকমা দিয়ে গোটা বিশ্বে নিষিদ্ধ করার জন্য মরিয়া ভারত। মোদি সরকার কালক্ষেপ না করে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের ১২৬৭ নিষেধাজ্ঞা কমিটিকে এবিষয়ে আবেদন জানাবে। এজন্য ভারতের তরফে একটি টিম পাঠানো হচ্ছে। চলতি সপ্তাহে কমিটির বৈঠক।

আরও পড়ুন : রাজ্যের নতুন পেনশন প্রকল্পে প্রতিমাসে পাবেন ১০০০ টাকা, কিভাবে আবেদন করবেন জেনে নিন

ভারতীয় প্রতিনিধিরা ১২৬৭ কমিটির সদস্যদের কাছে বৈসরণের ঘটনা তথ্য ও প্রমাণ সহ তুলে ধরবেন। রাষ্ট্রসংঘের নিরাপত্তা বিষয়ক এই কমিটি ইসলামিক স্টেট বা আইসিস ও আল কায়দার বিরুদ্ধে নিষেধাজ্ঞা বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্ত। ভারত টিআরএফকে নিষিদ্ধ করতে পারে কি না, সেটাই দেখার।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন