Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পাকিস্তানের ইতিহাস সন্ত্রাসবাদে কালিমালিপ্ত, স্বীকার করে নিলেন সেদেশের প্রাক্তন বিদেশ মন্ত্রী বিলওয়াল ভুট্টো। সম্প্রতি পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ দাবি করেছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে ‘ডার্টি ওয়ার্ক’গুলো তাঁদেরকেই করতে হয়। এবার সেই একই সুর শোনা গেল বিলাওয়াল ভুট্টোর গলাতেও।
খাজা আসিফের মন্তব্যের প্রসঙ্গে বিলাওয়াল ভুট্টো বলেন, ‘আমার মনে হয় না এটা খুব গোপন কোনও বিষয়। পাকিস্তানের তো একটা ইতিহাস আছেই। এতে পাকিস্তানের ক্ষতিই হয়েছে। আমরা বারবার মৌলবাদের সম্মুখীন হয়েছি। তবে এতে আমাদের যেমন ক্ষতি হয়েছে, তেমনই এর থেকে শিক্ষাও মিলেছে। এই সমস্যার দূরীকরণের জন্যই আমরা দেশের অভ্যন্তরীণ উন্নয়নে জোর দিয়েছি।’
আরও পড়ুন:- ভারতের এই ১০ বিপজ্জনক অস্ত্রের সামনে পাকিস্তান মাথা তুলতেই পারবে না, ছবিসহ লিস্ট দেখে নিন
তিনি আরও বলেন, ‘পাকিস্তানের ইতিহাস দুর্ভাগ্যজনক।’ বৃহস্পতিবার মীরপুরখাসে এক জনসভায় তিনি বলেন, ‘পাকিস্তান শান্তিপ্রিয় দেশ। ইসলাম একটি শান্তিপূর্ণ ধর্ম। আমরা যুদ্ধ চাই না। কিন্তু কেউ যদি আমাদের সিন্ধু নদীর উপর আঘাত হানে, তাহলে যুদ্ধের জন্য তৈরি থাকতে হবে। আমরা যুদ্ধের ঢক্কানিনাদ করি না। কিন্তু আমাদের যদি উস্কানি দেওয়া হয়, তাহলে পাকিস্তানের পাল্টা গর্জনে কানে তালা পড়ে যাবে।’
এদিকে, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খ্বাজা আসিফ স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে স্বীকার করেন, পাকিস্তানের সন্ত্রাসবাদকে সমর্থন করার ও টেরর ফান্ডিংয়ের দীর্ঘ ইতিহাস আছে। তিনি বলেন, ‘আমরা গত ৩০ বছর ধরে আমেরিকার হয়ে এই কুকাজ চালিয়ে যাচ্ছি।’
আসিফ আরও বলেন, পাকিস্তানে এখন আর লস্কর-ই-তইবা নেই। তবে স্বীকার করেন যে, অতীতে এক সময় লস্করের সঙ্গে পাকিস্তানের কিছু যোগ ছিল। যদিও এখন এই জঙ্গি সংগঠনের আর কোনও অস্তিত্ব নেই বলে দাবি করেন।
তিনি বলেন, ‘পাকিস্তান বর্তমানে হাই অ্যালার্টে আছে। যদি আমাদের অস্তিত্ব সংকট হয়, শুধুমাত্র সেক্ষেত্রেই আমরা পরমাণু অস্ত্র ব্যবহার করব। যুদ্ধ হলে তার জন্য আমরা মানসিকভাবে প্রস্তুত।’ তখন তিনি দাবি করেন, ‘আগামী দুই থেকে চার দিনের মধ্যে যুদ্ধ বেঁধে যেতে পারে।’ যদিও সবশেষে এটাও বলেন যে আলাপ-আলোচনার মাধ্যমে যুদ্ধ এড়ানো সম্ভব।