Bangla News Dunia, Pallab : ফের ব্রিকসের সদস্য দেশ গুলির (BRICS) উপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক চাপানোর হুঁশিয়ারি (10% tariff threat) দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তা যে খুব শীঘ্রই হতে চলেছে সে কথাও সাফ জানিয়েছেন তিনি। কারণ ট্রাম্পের মতে, আমেরিকার ক্ষতি করার জন্য তৈরি করা হয়েছে ব্রিকস।
আরো পড়ুন : সবাইকে নতুন বাড়ি তৈরি করে দিচ্ছে মোদী সরকার ! কিভাবে আবেদন জানাবেন ?
মঙ্গলবার হোয়াইট হাউসে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, ‘ব্রিকসে থাকা যে কোনও দেশ খুব শীঘ্রই ১০ শতাংশ শুল্ক আরোপের সম্মুখীন হবে।’ ব্রিকস জোটকে আমেরিকার স্বার্থের জন্য ক্রমবর্ধমান হুমকি হিসেবে দেখছেন মার্কিন প্রেসিডেন্ট। তাই বিশ্বমঞ্চে আমেরিকার সঙ্গে যাতে ন্যায্য আচরণ করা হয়, তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। তাই ভারত সহ ব্রিকসের সদস্য দেশগুলিকে নিশানা করে ট্রাম্প বলেন, ‘ব্রিকসে থাকলে অবশ্যই অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক দিতে হবে। কারণ আমাদের ক্ষতি করার জন্য, ডলারের অবক্ষয় ঘটানোর জন্য ব্রিকস প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু তারা (ব্রিকস সদস্য দেশগুলি) যদি সেই খেলা খেলতে চায়, তবে আমিও খেলতে প্রস্তুত।’
ট্রাম্প আরও জোর দিয়ে বলেন, ‘ব্রিকস ডলার ধ্বংস করার চেষ্টা করছে যাতে অন্য কোনও দেশের মুদ্রা সেই জায়গাটা নিতে পারে। কিন্তু একজন বুদ্ধিমান প্রেসিডেন্ট থাকলে কখনই সেই মান হারাতে দেবেন না। কিন্তু আগেরবারের মতো বোকা প্রেসিডেন্ট থাকলে মান হারাবেই। যদি আমরা বিশ্বমানের ডলার মান রিয়ে ফেলি, তাহলে তা বিশ্বযুদ্ধে হেরে যাওয়ার মতো হবে। কিন্তু আমরা তা হতে দিতে পারি না।’ এরপরই ব্রিকস সদস্যদের উপর আক্রমণ অব্যাহত রেখে ট্রাম্প বলেন, ‘যদি কেউ ডলারের স্থানকে চ্যালেঞ্জ করতে চায়, তাহলে তাদের বড় মূল্য চোকাতে হবে।’
এদিকে, ব্রিকসের সদস্য দেশগুলির মধ্যে রয়েছে ভারতও। কিন্তু বর্তমানে বাণিজ্যচুক্তি নিয়ে ভারতের সঙ্গে আলোচনা চলছে আমেরিকার। খুব শীঘ্রই চুক্তিটি চূড়ান্ত হবে বলে আশা রয়েছে। সেক্ষেত্রে বাণিজ্যচুক্তি হলেও ভারতকে ১০ শতাংশ শুল্ক দিতে হবে কি না, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
আরও পড়ুন : যে কোনও মুহূর্তে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে? কেন এমন আশঙ্কা কেন্দ্রীয় মন্ত্রীর ? জানুন