Bangla News Dunia, দীনেশ : আরজি কর কাণ্ডে (RG Kar Case) দোষী সাব্যস্ত করা হয়েছে ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে। শনিবার দুপুরে শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাস এই রায় (Verdict) ঘোষণা করেন। সাজা ঘোষণা হবে আগামী সোমবার। এদিন রায় শুনে কাঠগড়ায় দাঁড়িয়েই চিৎকার শুরু করে সঞ্জয়। বলতে থাকে, তার কোনও দোষ নেই, তাকে ফাঁসানো হয়েছে।
আরো পড়ুন :- ২টো কম্পিউটার আর দুজনের টিম, মাসে মাসে ঘরে বসে আয় ১.৫ লক্ষ টাকা ! একদম নতুন ব্যবসা
আরজি করের ঘটনার ৫ মাস ৯ দিন পর রায় ঘোষণা হয়েছে। এদিন দুপুরে বিচারক অনির্বাণ দাসের এজলাসে হাজির করা হয়েছিল সঞ্জয়কে। তাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে বিচারক বলেন, ‘আপনি ৯ অগাস্ট ভোরের দিকে আরজি কর হাসপাতালে ঢুকেছিলেন। সেখানে ঘোরাঘুরির পর চিকিৎসককে আক্রমণ করেছেন। তাঁর মুখ চেপে ধরে তাঁকে যৌন হেনস্থা করেছেন। ভারতীয় দণ্ডবিধির ৬৪, ৬৬ এবং ১০৩ (১) ধারায় আপনার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। আপনাকে এই অপরাধে দোষী সাব্যস্ত করা হচ্ছে।’ এরপরই তিনি বলেন, ‘আপনি যেভাবে নির্যাতিতাকে খুন করেছেন, তাতে আপনার মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদন্ড হতে পারে।’
আরো পড়ুন :- সাংবাদিকের সঙ্গে প্রেমে মজে মেসি? মুখ খুললেন মার্তিনেজ়
বিচারক দোষী সাব্যস্ত করতেই চিৎকার শুরু করে সঞ্জয়। বলতে থাকে, ‘আমি কিছু করিনি। যারা করেছে তাদের কেন ছাড়া হচ্ছে? আমার কোনও দোষ নেই। আমার গলায় রুদ্রাক্ষের মালা। আমি এই অপরাধ করলে মালা ছিঁড়ে যেত। স্যর আপনি বুঝতেই পারছেন যে আমাকে ফাঁসানো হচ্ছে।’ এরপরই তাকে থামিয়ে বিচারক বলেন, ‘সিবিআই এবং সাক্ষীদের বয়ানের ভিত্তিতেই আপনাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। শাস্তি আপনাকে পেতেই হবে। কী শাস্তি, সেটা সোমবার জানানো হবে। সেদিন আপনার কথাও শুনব।’ এরপর হাত জোড় করে সঞ্জয় ‘স্যর’ ‘স্যর’ বলে চিৎকার থাকলেও জোর করে তাকে আদালত থেকে বের করে নিয়ে যাওয়া হয়।
আরো পড়ুন :- বরফে ঢাকা গ্রিনল্যান্ড কিনতে কেন এত মরিয়া হয়ে উঠেছেন ট্রাম্প? জানতে পড়ুন বিস্তারিত