‘আমেরিকায় হামলা চালালে…’, ইরানকে চরম হুঁশিয়ারি দিয়ে রাখলেন ট্রাম্প !

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : ইরান ও ইজরায়েলের মধ্যে চলা সংঘাতের জেরে উদ্বেগজনক মধ্যপ্রাচ্যের পরিস্থিতি (Iran-Israel Conflict)। গত শুক্রবার ইরানে আকাশপথে বড়সড়ো হামলা চালিয়েছে ইজরায়েল। এই হামলার পেছনে আমেরিকার (US) প্রচ্ছন্ন মদত আছে বলেই মনে করছে তেহরান। এই আবহেই এবার ইরানকে চরম হুঁশিয়ারি দিয়ে রাখলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)।

আরও পড়ুন : সপ্তাহে ৪ দিনের কাজ ও ৩ দিনের ছুটি ! নতুন বিলের সম্ভাবনা

রবিবার ট্রুথ সোশ্যালের একটি পোস্টে ইরানকে সতর্ক করে ট্রাম্প লেখেন, ‘যদি ইরান আমাদের উপর যে কোনও উপায়ে, যে কোনও আকারে হামলা চালায়, তাহলে মার্কিন সেনাবাহিনী পূর্ণ শক্তি দিয়ে তোমাদের এমন পর্যায়ে নিয়ে আসবে যা আগে কখনও দেখা যায়নি।’ ইরানের উপর ইজরায়েলের হামলায় আমেরিকার কোনও ভূমিকা নেই, একথা উল্লেখ করেও ট্রাম্প বলেন, ‘ইরান ও ইজরায়েলের মধ্যে সহজেই একটি চুক্তি সম্পন্ন করিয়ে এই সংঘাতের অবসান ঘটাতে পারি।’

এদিকে, শুক্রবার ইরানে ইজরায়েলি হামলার পরই ট্রাম্প জানিয়েছিলেন, তিনি এই হামলার কথা আগেই জানতেন। হামলার আগে নেতানিয়াহুর সঙ্গে বেশ কিছুক্ষণ ফোনে কথাও হয়েছিল তাঁর। মূলত কূটনীতি এবং আলোচনার জন্য ইরানকে ৬০ দিন সময় দেওয়া হয়েছিল। সেই সময় পেরিয়ে যাওয়াতেই ইরানে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন তিনি। যদিও ইজরায়েলে পালটা প্রত্যাঘাত করেছে ইরানও। শনিবারও ইরানের হামলায় ইজরায়েলে নিহত হয়েছেন আটজন। ১৩০ জনেরও বেশি আহত হয়েছেন। অন্যদিকে, ইরানের তেলের ভাণ্ডার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইজরায়েল। তেহরানের একটি ১৪ তলা আবাসনে ২০ শিশু সহ ৬০ জন নিহতও হয়েছেন। রবিবার তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে যে ষষ্ঠ দফা পারমাণবিক বৈঠক হওয়ার কথা ছিল, তাও বাতিল করেছে ইরান। এরই মাঝে ইরানকে হুমকি দিয়ে রাখলেন ট্রাম্প।

আরো পড়ুন : লক্ষ্মীর ভান্ডারকে দশ গোল! এই প্রকল্পে মাসে 3000 টাকা পাবেন মহিলারা।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন