আম খাওয়ার পর এই ৫ জিনিস ভুলেও মুখে তুলবেন না! বড়সড় বিপদ ঘটতে পারে

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- গ্রীষ্মকাল মানেই আমের মরশুম। টক-মিষ্টি রসালো আম খাওয়ার আনন্দই আলাদা। কিন্তু অনেকেই জানেন না, আম খাওয়ার পর কিছু নির্দিষ্ট খাবার একসঙ্গে খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর।

চিকিৎসকদের মতে, এসব খাবার আমের প্রভাবকে প্রতিকূল করে শরীরে হজমের গণ্ডগোল, অ্যাসিডিটি, এমনকি স্কিন অ্যালার্জিও ঘটাতে পারে।

আম খাওয়ার পর যেসব খাবার একদম নয়:

১. জল:
আম খাওয়ার পর অন্তত ৩০-৪৫ মিনিট পানি না খাওয়াই ভালো। এতে হজমে সমস্যা এবং পেট ফাঁপার আশঙ্কা থাকে।

আরও পড়ুন:- এই বোমা ১,০০০ পরমাণু বোমার সমান! ধ্বংস করে ফেলতে পারে গোটা দেশ । বিস্তারিত জেনে নিন

২. দুধ:
অনেকে আম ও দুধ মিশিয়ে ম্যাংগো মিল্কশেক খেয়ে থাকেন। কিন্তু একে চিকিৎসকেরা বলছেন ‘বিরুদ্ধ আহার’। এটি গ্যাস্ট্রিক, চর্মরোগ ও এলার্জির কারণ হতে পারে।

৩. দই:
আম ও দই একসঙ্গে খেলে ঠান্ডা-গরমের সংঘর্ষে শরীরে টক্সিক প্রতিক্রিয়া দেখা দিতে পারে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এটি ক্ষতিকর।

৪. ঝাল-মশলাদার খাবার:
আম খাওয়ার পর ঝাল ও অতিরিক্ত মশলাযুক্ত খাবার খেলে পেটে অস্বস্তি ও অ্যাসিডিটি হতে পারে।

৫. ঠান্ডা পানীয় বা আইসক্রিম:
আমের পর ঠান্ডা খাবার খেলে সর্দি, কাশি এমনকি জ্বর পর্যন্ত হতে পারে।
টিপস:
আম খাওয়ার পর অন্তত ৩০ মিনিট কিছু না খেয়ে থাকাই বেস্ট।

প্রচুর জলীয় খাবার ও হালকা খাবার খান।

ডায়াবেটিকদের অবশ্যই মাত্রাজ্ঞানে আম খেতে হবে।

আরও পড়ুন:- পৃথিবীজুড়ে খিদের যন্ত্রণা বেড়েই চলেছে, প্রকাশ্যে এসে পড়ল হাড় হিম করা সত্য

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন