Bangla News Dunia, Pallab : আয়কর জমা দেওয়ার সময় যত এগিয়ে আসছে, অনেক করদাতার মনেই একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে – নতুন কর ব্যবস্থা (New Tax Regime) ভালো, নাকি পুরনো ব্যবস্থা (Old Tax Regime)? অনেকেই হয়তো নিজের অফিসে বা নিয়োগকর্তাকে অর্থবর্ষের শুরুতে একটি রেজিমের কথা জানিয়েছেন, কিন্তু এখন মনে হচ্ছে অন্য রেজিমে বেশি লাভজনক হতে পারত। আপনারও কি এই দ্বিধা? তাহলে আপনার জন্য রয়েছে একটি দারুণ সুখবর!
আরও পড়ুন : পাকিস্তানের উপর ‘ডিজিটাল স্ট্রাইক’ জারি রেখেছে ভারত !
ITR ফাইলের সময়েই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সুযোগ!
হ্যাঁ, আপনি ঠিকই পড়েছেন। আয়কর আইন অনুযায়ী, আপনি আয়কর রিটার্ন (ITR) দাখিল করার সময় নিজের সুবিধা অনুযায়ী নতুন বা পুরনো কর ব্যবস্থার মধ্যে যেকোনো একটি বেছে নিতে পারেন। অর্থবর্ষের শুরুতে নিয়োগকর্তাকে আপনি কী জানিয়েছিলেন, তা এক্ষেত্রে চূড়ান্ত নয়। আয়কর রিটার্ন দাখিল করার সময়ে নেওয়া সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
মনে রাখবেন, বর্তমানে নতুন কর ব্যবস্থাটিই হল ডিফল্ট বিকল্প। অর্থাৎ, আপনি যদি নিজে থেকে পুরনো ব্যবস্থা নির্বাচন না করেন, তাহলে স্বয়ংক্রিয়ভাবে নতুন ব্যবস্থা অনুযায়ী আপনার কর গণনা হবে।
কারা পাবেন এই সুবিধা?
মূলত, বেতনভোগী কর্মচারী এবং পেনশনভোগী, যাঁদের কোনও ব্যবসায়িক বা পেশাগত আয় (Income from Business or Profession) নেই, তাঁরা প্রতি বছর ITR দাখিল করার সময় এই সুযোগ পাবেন। এর মানে, প্রতি বছর আপনি আপনার পরিস্থিতি পর্যালোচনা করে সবচেয়ে লাভজনক ব্যবস্থাটি বেছে নিতে পারেন।