Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বর্তমানে আয়কর রিটার্ন (Income Tax Return) জমা দেওয়ার পর অনেক ট্যাক্স পেয়ার ভোগেন টাকা ফেরতের জটিলতায়। কেন্দ্র সরকার এখন সেই জটিলতা দূর করতে চালু করেছে একটি নতুন ও ডিজিটাল পদ্ধতি, যার ফলে রিফান্ড পাওয়া যাবে আগের থেকে অনেক দ্রুত ও সহজ ভাবে। আর এরই সঙ্গে চলতি বছরের আয়কর কবে থেকে জমা দেওয়া হবে সেই সম্পর্কে জানতে পারা যাবে আজকে।
আয়কর রিটার্ন ও টাকা ফেরতে নতুন প্রক্রিয়া শুরু?
প্রত্যেক বছরে সকল কর্মীরা ও ব্যবসায়ীরা একবারে নিজেদের রোজগারের ওপরে ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন। কিন্তু এইবারে এখন পর্যন্ত সরকারের তরফে কব থেকে এই কাজ শুরু হবে সেই সম্পর্কে জানানো হয়নি এবং এই কারণের জন্য অনেকেই মনে করছেন যে নতুন কোন নিয়ম আসতে পারে আয়কর জমা দেওয়া বা রিটার্ন নিয়ে। কিন্তু এখন কিছু জানা যায়নি এই নিয়ে, তবুও অনেকেই আন্দাজ করছেন কি কি পরিবর্তন হতে পারে।
আরও পড়ুন:- বিজেপির বিক্ষুব্ধদের সাপ, ব্যাঙের সঙ্গে তুলনা দিলীপের, জানতে বিস্তারিত পড়ুন
আয়কর রিটার্ন যেই মূল পরিবর্তন হওয়ার সম্ভাবনা
- ২৪ ঘণ্টার মধ্যে রিটার্ন প্রসেস হওয়ার সম্ভাবনা
- কমপ্লায়েন্স স্কোর অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে রিফান্ড
- মোবাইল OTP এর মাধ্যমে ভেরিফিকেশন সহজীকরণ
- ব্যাংক একাউন্ট অটো লিঙ্ক ও রিফান্ড অটো ক্রেডিট
রিটার্ন জমা দেওয়ার পর কি কি দেখা দরকার?
- ITR ভেরিফিকেশন সম্পন্ন হয়েছে কি না
- ব্যাংক একাউন্ট প্রি ভ্যালিডেটেড হয়েছে কি না
- PAN ও Aadhaar লিঙ্ক আছে কি না
- Refund Status নিয়মিত চেক করা হচ্ছে কি না
আয়কর রিটার্ন কারা দ্রুত রিফান্ড পাবেন?
নতুন সিস্টেম শুরু হলে, যাদের কমপ্লায়েন্স স্কোর বেশি, অর্থাৎ যারা সময়মতো রিটার্ন দেন ও সঠিক তথ্য প্রদান করেন, তাঁরা আগে টাকা ফেরত পাবেন। উচ্চ কমপ্লায়েন্স স্কোরের মানে? সময় মতো রিটার্ন জমা, পুরনো রিফান্ড বা ডিউস নেই, ভুল তথ্য নেই।
সাধারণ ভুল যেই গুলি আয়কর রিফান্ড আটকে দিতে পারে
- ভুল ব্যাংক একাউন্ট নম্বর
- Aadhaar ও PAN লিঙ্ক না থাকা
- ITR ভেরিফাই না করা
- আয় বা টিডিএস তথ্য ভুল হওয়া
নতুন ব্যবস্থা শুরু হলে করদাতাদের উপকার কীভাবে?
নতুন প্রক্রিয়ায় করদাতারা যেমন সময় মতো টাকা ফেরত পাবেন, তেমনি কর ব্যবস্থার প্রতি বিশ্বাসও বাড়বে। সরকারের লক্ষ্য পুরো আয়কর প্রক্রিয়াকে ডিজিটাল, ফাস্ট ও করদাতা বান্ধব করা। দ্রুত রিফান্ড, ঝামেলা মুক্ত ভেরিফিকেশন, ট্যাক্স পেয়ারদের বিশ্বাস বাড়ানো, কম সময় ও খরচ। আর এখনও এই নিয়ে কোন কথা সরকারের তরফে ঘোষণা করা হয়নি, কিছু বিশেষজ্ঞদের তরফে এমন মতামত দেওয়া হয়েছে বা ভবিষ্যৎবাণী করা হয়েছে।
আরও পড়ুন:- আপনার চেনা এই ৪ মাছে বিষ আছে, খেলেই ধীরে ধীরে মরবেন
আরও পড়ুন:- নিজের ইচ্ছামতো ব্যাংক একাউন্টে টাকা রাখলেই বিপদ ? চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।