Bangla News Dunia, Pallab : আজ, বুধবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি (Chief Justice Of India) হিসাবে শপথ নিলেন ভূষণ রামাকৃষ্ণা গাভাই । রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সামনে শপথবাক্য পাঠ করলেন গাভাই। ভারতের ৫২ তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন তিনি। চলতি বছরের ২৩ নভেম্বর পর্যন্ত দায়িত্বে থাকবেন গাভাই। ৬ মাসের মতো দায়িত্ব থাকবে কাঁধে ।
আরও পড়ুন : ৫০% DA এখনই ? সুপ্রিম পর্যবেক্ষণে ভীষণ উচ্ছসিত পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীরা
বিচারপতি ভূষণ রামাকৃষ্ণ গাভাইয়ের জন্ম ১৯৬০ সালের ২৪ নভেম্বর, মহারাষ্ট্রের অমরাবতীতে। তাঁর বাবা সূর্যভান গাভাই ছিলেন রিপাবলিকান পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা ও ড. বি. আর. আম্বেদকরের একনিষ্ঠ অনুসারী। ছোটবেলা থেকেই বাবার আদর্শে বড় হয়েছেন গাভাই। আর্কিটেক্ট হওয়ার স্বপ্ন থাকলেও, শেষ পর্যন্ত বাবার ইচ্ছাকেই গুরুত্ব দিয়ে বেছে নেন আইনজীবীর পথ।
নাগপুর বিশ্ববিদ্যালয়ে আইন পড়াশোনা শেষ করে ১৯৮৭ সালে বম্বে হাই কোর্টে নিজের প্র্যাকটিস শুরু করেন। এরপর ২০০৩ সালে নিযুক্ত হন বম্বে হাই কোর্টের বিচারপতি হিসেবে। দীর্ঘ ১৫ বছরের অভিজ্ঞতা নিয়ে ২০১৯ সালের ২৪ মে তিনি যোগ দেন দেশের সর্বোচ্চ আদালত, সুপ্রিম কোর্টে।
আরও পড়ুন : রাজ্যের নতুন পেনশন প্রকল্পে প্রতিমাসে পাবেন ১০০০ টাকা, কিভাবে আবেদন করবেন জেনে নিন