আর্থিক নিরাপত্তা ও নিশ্চিত আয়, দুই’ই একসাথে ! LIC-র জীবন উৎসব পলিসির ৫টি সেরা সুবিধা

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : ভবিষ্যতের জন্য অর্থনৈতিক নিশ্চয়তা কমবেশি সবারই দরকার হয়। আর সেই চাহিদার কথা মাথায় রেখে ভারতীয় জীবন বীমা সংস্থা (LIC) এবার নিয়ে এসেছে কারণ একটি স্কিম- এলআইসি জীবন উৎসব পলিসি। এটি এমন একটি স্কিম, যেখানে কেবলমাত্র জীবন বীমা নয়, বরং ভবিষ্যতের জন্য দীর্ঘমেয়াদী অর্থনৈতিক স্থিতিশীলতাও নিশ্চিত করা যায়।

আরও পড়ুন : ফ্রি রেশন সামগ্রী পাওয়া বন্ধ হচ্ছে ? জানুন নতুন সিদ্ধান্তে কী বলছে সরকার

নিজের মতো করে প্রিমিয়াম জমা দেওয়ার মেয়াদ বেছে নিতে পারবেন

এই পলিসির সবথেকে বড় সুবিধা হল, আপনি নিজেই ঠিক করে নিতে পারবেন যে আপনি কত বছর প্রিমিয়াম জমা দেবেন। ৫ বছর থেকে শুরু করে ১৬ বছর পর্যন্ত যেকোনো একটি মেয়াদ বেছে নিতে পারেন। আর একবার সেই নির্দিষ্ট সময় পর্যন্ত প্রিমিয়াম জমা দেওয়ার পর আপনি আজীবন আয়ের সুবিধা পাবেন। 

তবে হ্যাঁ, ৯০ দিন থেকে ৬৫ বছর বয়স পর্যন্ত যে কেউ এই পলিসিতে বিনিয়োগ করতে পারে এবং নূন্যতম ৫ লক্ষ টাকা বিনিয়োগ করতে হয়। বিনিয়োগের কোনো উর্ধ্ব সীমা নেই।

প্রতি ১০০০ টাকায় ৪০ টাকা গ্যারান্টি ইনক্রিমেন্ট

প্রিমিয়াম জমা দেওয়ার প্রতিটি বছর আপনি বীমার টাকার ওপর প্রতি ১০০০ টাকাতে ৪০ টাকা করে গ্যারান্টি ইনক্রিমেন্ট পাবেন এই স্কিমে। অর্থাৎ, যত বেশি সময় আপনি প্রিমিয়াম জমা দেবেন, তত আপনার মূল্য বাড়বে। হ্যাঁ, এই বাড়তি গ্যারান্টি রিটার্ন আপনার পলিসির মূল্য সময়ের সঙ্গে সঙ্গে আরও অনেকগুণ বাড়িয়ে দেবে।

মিলবে আজীবন আয়

প্রিমিয়াম জমা দেওয়ার নির্ধারিত সময় শেষ হওয়ার পর এলআইসি দুই ধরনের আয়ের সুযোগ দেবে। প্রথমত Steady Income Benefit, যেখানে আপনি প্রতি বছর মূল বীমার ১০% করে নির্দিষ্ট পরিমাণ অর্থ পাবেন।

আরও পড়ুন : শীঘ্রই বালুচিস্তান হাতছাড়া হচ্ছে পাকিস্তানের, কি ‘খেলা’ শুরু করলো BLA ? জেনে নিন

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন