ভারতীয় রেলওয়ে শীঘ্রই তৎকাল টিকিট বুকিং ব্যবস্থায় এক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে চলেছে। টিকিট কালোবাজারি রুখতে এবং প্রকৃত যাত্রীদের সুবিধা নিশ্চিত করতে, রেল মন্ত্রক ই-আধার ভিত্তিক অথেন্টিকেশন বাধ্যতামূলক করার পরিকল্পনা করেছে। এই নতুন নিয়ম চলতি মাসেই চালু হতে পারে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন : UPI-তে টাকা লেনদেনের নিয়মে বড় বদল। নিয়ম না মানলে জরিমানা
নতুন নিয়মের মূল বিষয়:
- ই-আধার বাধ্যতামূলক: তৎকাল টিকিট কাটার সময় যাত্রীদের এবার থেকে ই-আধার অথেন্টিকেশনের মধ্যে দিয়ে যেতে হবে। এর ফলে পরিচয় যাচাই প্রক্রিয়া আরও স্বচ্ছ হবে এবং বেনামে বা ভুয়ো পরিচয়ে টিকিট কাটার প্রবণতা কমবে।
- দালালরাজ প্রতিরোধ: এই পদক্ষেপের প্রধান উদ্দেশ্য হলো তৎকাল টিকিটের কালোবাজারি এবং দালালচক্রের দৌরাত্ম্য কমানো। আধারের মাধ্যমে যাত্রীর পরিচয় নিশ্চিত হওয়ায়, টিকিট বুকিং প্রক্রিয়ায় স্বচ্ছতা আসবে।
- প্রকৃত যাত্রীদের সুবিধা: কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন যে, এই ব্যবস্থার ফলে প্রকৃত যাত্রীরা, যাদের সত্যিই জরুরি ভিত্তিতে টিকিট প্রয়োজন, তারা আরও সহজে কনফার্মড টিকিট পাবেন।
- অগ্রাধিকার: যে সমস্ত যাত্রীরা তাদের রেলওয়ে অ্যাকাউন্ট আধারের সাথে লিঙ্ক করবেন, তারা তৎকাল টিকিট কাটার প্রথম ১০ মিনিটে টিকিট বুকিংয়ের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। এই প্রাথমিক সময়ে আইআরসিটিসি-র অনুমোদিত এজেন্টরাও টিকিট বুক করতে পারবেন না।
- জাল লেনদেন হ্রাস: ডিজিটাল ভেরিফিকেশনের মাধ্যমে টিকিট বুকিং হওয়ায় জাল লেনদেন এবং প্রতারণামূলক কার্যকলাপ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে।
যাত্রীদের জন্য এর অর্থ কী?
এই নতুন নিয়ম চালু হলে, তৎকাল টিকিট কাটার অভিজ্ঞতা আরও সুরক্ষিত এবং নির্ভরযোগ্য হবে। যাত্রীদের নিজেদের আধার তথ্য হাতের কাছে রাখতে হবে এবং রেলওয়ে অ্যাকাউন্টের সাথে তা লিঙ্ক করিয়ে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। এর ফলে জরুরি পরিস্থিতিতে টিকিট পেতে সুবিধা হবে এবং দালালদের খপ্পরে পড়ার সম্ভাবনা কমবে।
আরও পড়ুন : এই ভুল করলেই বন্ধ হবে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা, চালু হচ্ছে নয়া নিয়ম