আর ২৫ বছর বাঁচতে পারলেই অমর হয়ে যাবে মানুষ ? গবেষণায় চাঞ্চল্য

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- জন্মের পর একটা সময় যে জীবন শেষ হবে, তা এক শাশ্বত সত্য। একে অস্বীকার করার উপায় নেই। কিন্তু গবেষকদের একাংশ দাবি করছেন আর ২৫ বছর অর্থাৎ ২০৫০ পর্যন্ত বেঁচে থাকতে পারলেই মানুষের জীবন আর শেষ হবেনা। তাঁরা চাইলে অমর হয়ে যাবেন।

শর্ত একটাই, স্বাভাবিক প্রাকৃতিক নিয়মে জীবন যাবেনা। এমনকি গবেষকেরা এটাও জানাচ্ছেন, এই অমর হওয়ার উপায় প্রাথমিকভাবে এতটাই খরচ সাপেক্ষ হবে যে সকলের পক্ষে সেই অর্থ ব্যয় সম্ভব হবেনা। কেবল ধনীরাই এই খরচ বহন করতে পারবেন।

আরও পড়ুন:- যুদ্ধকালীন পরিস্থিতিতে কালোবাজারি বরদাস্ত করবো না, কি ব্যবস্থা নিচ্ছেন মুখ্যমন্ত্রী ? জানুন

ক্রমে এই খরচ কমে আসবে। সাধারণ মানুষের ধরাছোঁয়ার মধ্যে এসে পড়বে। তারমানে এখন যাঁদের মোটামুটি ৪০ বছরের নিচে বয়স তাঁরা ২০৫০ সাল পর্যন্ত বাঁচলে চাইলে অমর হলেও হতে পারেন।

কীভাবে এই অসম্ভব সম্ভব হতে পারে? বিজ্ঞানীরা জানাচ্ছেন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এর দ্বারা তা সম্ভব হতে পারে। যা বয়সজনিত কারণে দেহের নষ্ট হতে বসা অংশগুলিকে ফের নতুন করে তুলবে। এমনকি দেহের বিভিন্ন অংশও সারিয়ে সেগুলিতে যৌবন ফিরিয়ে দিতে পারে এই প্রযুক্তি।

এছাড়া ন্যানো মেডিসিন বা স্টেম সেল ট্রিটমেন্ট বা জিন থেরাপি-র হাত ধরেও মানুষকে অমর করা যেতে পারে বলেই বিশ্বাস বিজ্ঞানীদের। তবে এটা চেষ্টা মাত্র। বিজ্ঞানীদের এই প্রচেষ্টা আদৌ সফল হয় কিনা তা সময় বলে দেবে।

আর যদি তা সত্যিই সম্ভব হয় তাহলে মানবসভ্যতা কোন পথে প্রবাহিত হবে তাও কিন্তু ভাববার বিষয় হবে। তবে সেসব অনেক দূর। আগে তো এমন অসম্ভব স্বপ্ন সম্ভব হোক।

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন