আল জাজিরার দপ্তর ধ্বংস করলো ইসরায়েলের সেনা বাহিনী !

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia , দীনেশ দেব :- ‘আল জাজিরা’ এই নিউজ চ্যানেলের নাম আপনারা সকলেই শুনেছেন। এটি একটি কাতারের নিউজ চ্যানেল যা মুসলিম বিশ্বের এক বিশ্বস্ত চ্যানের রূপে জানা যায়। এই চ্যানেল সারা বিশ্বে মুসলিম ছাড়া অন্য সব ধর্ম বিরোধী কাজকর্ম করার জন্য ও মুসলিম দেশ ছাড়া অন্য সকল দেশের আলোচনা করার জন্য পৃথিবী বিখ্যাত।

আরো পড়ুন :- ইসরায়েল ও প্যালেস্তিন যুদ্ধের আবহে সৌদিতে F-18 ফাইটার জেট রাখলো আমেরিকা ! তবে কিসের ইঙ্গিত ?

এই আল জাজিরা চ্যানেল আরব দুনিয়ার মুসলিম জনসংখ্যার মধ্যে খুবই জনপ্রিয় কারণ এই চ্যানেল মুসলিম দেশ গুলির জন্যই কাজ করে থাকে। ভারতের সেনা বাহিনীর সমন্ধে এই নিউজ চ্যানেল তাদের এক আর্টিকেলে লিখেছিলো যে ভারতের সেনা বাহিনী কাগজের বাঘ। অথাৎ এই নিউজ চ্যানেল তাঁদের খবরে লিখেছিলো ভারতের সেনা বাহিনী একটি খোকলা সেনা বাহিনী। ভারতীয় সেনা বাহিনী পাকিস্তানের সাথে লড়াই করেও জিততে পারবে না।

এর দ্বারাই বুঝতে পারছেন এই চ্যানেলের উদ্দেশ্য কি। এবার ইসরায়েল মাত্র এক ঘন্টার নোটিশে যেই বিল্ডিংয়ে এই চ্যানেলের অফিস ছিল তা ধ্বংস করে দিয়েছে। এর ফলে এই চ্যানেলের মাধ্যমে মুসলিম বিশ্ব ইসরায়েল ও প্যালেস্টাইনের যুদ্ধের যেই খবর তুর্কি সহ আরব বিশ্বে পৌঁছতো তা বন্ধ হয়ে গিয়েছে। ফলে সেখানে কি হচ্ছে তা জানতে পারবে না মুসলিম দেশ গুলি।

এই বিল্ডিংয়ে আমেরিকার ১৫০ বছরের পুরানো নিউস চ্যানেল অ্যাসোসিয়েট প্রেস এর দপ্তর ও ধ্বংস করেছে ইসরায়েল। ফলে এই চ্যানেল এর মাধ্যমে যেই খবর সারা বিশ্বের কাছে পৌঁছে যাচ্ছিলো তা ও বন্ধ হয়ে গেলো। এর ফলে মনে করা হচ্ছে যে ইসরায়েল প্যালেস্টাইনের গাজা পট্টিতে বড় কিছু করতে চলেছে।

আরো পড়ুন :- ইসরায়েলকে হুঙ্কার এরদোয়ানের , তুর্কি চুপ থাকবে না !

আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন

বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা মারাত্মক আকার ধারণ করেছে। এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।

আরো পড়ুন :- আরো একবার ভারতকে সাহায্যের নামে ধোঁকা দিলো চীন !

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন