আশানুরূপ ফল না হওয়ায় চরম সিদ্ধান্ত ! গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী মাধ্যমিক পরীক্ষার্থী

By Bangla News Dunia Dinesh

Published on:

160416-suicidefb

Bangla News Dunia, দীনেশ :- মাধ্যমিকের ফল (Madhyamik Result) প্রকাশ হতেই চরম সিদ্ধান্ত নিল এক মাধ্যমিক পরীক্ষার্থী। রেজাল্ট বেরোনোর খানিক পরেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা (Suicide) করল ঋতম ঘোষ। ছেলের মৃত্যুতে ভেঙে পড়েছেন বাবা-মা।

আরও পড়ুন:- মে মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে ঢুকবে? যদি টাকা না আসে, কী করবেন? জেনে নিন

পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ব্লকের বিসিংহ গ্রাম পঞ্চায়েতের গোপীনাথপুরে বাড়ি ঋতম ঘোষের। স্থানীয় শ্রী অরবিন্দ বিদ্যামন্দির থেকে এ বছর সে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। এদিন ফল প্রকাশ হতেই দেখা যায় ঋতমের প্রাপ্ত নম্বর ৩৪৭। রেজাল্ট দেখে প্রথমে খানিক মন খারাপ হয়েছিল তার। এরপর স্কুল থেকে বাড়ি ফিরে এসেই চরম সিদ্ধান্ত নেয়। পরিবারের সবার নজর এড়িয়ে শোবার ঘরে গিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় সে। ঘটনা জানাজানি হতেই বাড়ির লোকেরা খবর দেয় পুলিশে (Police)। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এদিকে ছেলের মৃত্যুতে ভেঙে পড়েছে গোটা পরিবার। শোকের ছায়া স্কুলেও। শ্রী অরবিন্দ বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক গৌতম জানা বলছেন, ‘ছেলেটি খুব ভাল ছিল। ভাল ছাত্র ছিল। কিন্তু এভাবে আত্মহত্যার পথ বেছে নেবে ভাবতে পারিনি।’

আরও পড়ুন:- বিজ্ঞানের নয়া আবিষ্কার, ক্রিম লাগালেই গায়েব হবে ভুঁড়ি! কীভাবে কাজ করে? জানুন

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন