ইউক্রেন-রাশিয়া যুদ্ধ থামছে? জেনে নিন কি বলছেন ট্রাম্প

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- দীর্ঘ 3 বছরের লড়াই ৷ প্রায় ‘ধূলিসাৎ’ হয়ে গিয়েছে আস্ত একটি দেশ ৷ অবশেষে মিলল আংশিক স্বস্তি ! রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ৷ তাঁর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ইউক্রেনের উপর থেকে সামরিক সাহায্য় দেওয়া ও গোপন তথ্য দেওয়ার ক্ষেত্রে স্থগিতাদেশ তুলে নিল আমেরিকা ৷

মঙ্গলবার সৌদি আরবের জেড্ডায় রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি ও খনিজচুক্তি নিয়ে আলোচনায় বসে আমেরিকা, রাশিয়া ও ইউক্রেন ৷ বৈঠকে মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়োর সঙ্গে আলোচনায় বসেন ইউক্রেনের প্রতিনিধিরা ৷ এরপর তাঁরা জানান, আমেরিকার দেওয়া 30 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিতে রাজি ৷ যদিও ক্রেমলিনের তরফে এই বিষয়ে এখনও কোনও মন্তব্য পাওয়া যায়নি ৷

বৈঠকের পর মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়ো জানান, আমেরিকার তরফে যুদ্ধবিরতির চুক্তি নিয়ে রাশিয়ার সঙ্গে আলোচনা করা হবে ৷ তিনি বলেন, “ইউক্রেন নয় ক্রেমলিনের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে খুব শীঘ্রই আলোচনা করবে আমেরিকা ৷ অবশ্য, এই প্রস্তাবে তারা সম্মতি জানাবেন কি না, সেই বিষয়ে সিদ্ধান্ত নেবে তারা ৷ তবে, যদি তারা মেনে না-নেয়, তাহলে আমরা নিশ্চিত এখানে বিশেষ কোনও প্রতিবন্ধকতা রয়েছে ৷”

আরও পড়ুন:- হঠাৎ মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নওশাদ সিদ্দিকীর, জানুন কী কথা হল?

বৈঠক প্রসঙ্গে মার্কিন নিরাপত্তা উপদেষ্টা মার্ক ওয়াল্টজ বলেন, “এদিনের বৈঠকে একটি বিষয় স্পষ্ট হয়ে গিয়েছে ৷ শান্তি ফেরাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সহমত ইউক্রেন ৷” সেই সঙ্গে তিনি জানান, কিয়েভের এই সিদ্ধান্তের পর তাদের উপর সামরিক সাহায্য দেওয়ার স্থগিতাদেশ তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ তবে, ওভাল অফিসের বৈঠকের পর ইউক্রেনের এই সিদ্ধান্ত যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক কূটনৈতিক মহলের একাংশ ৷

প্রসঙ্গত, মার্কিন মসনদে শপথ গ্রহণের আগেই ট্রাম্প স্পষ্ট জানিয়ে দেন রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ইতি টানতে তিনি সমস্ত পদক্ষেপ করতে প্রস্তুত ৷ সেই মতো গত বেশ কয়েকদিন ধরে যুদ্ধবিরতিতে কিয়েভের সম্মতির জন্য ক্রমাগত চাপ সৃষ্টি করা আমেরিকার তরফে ৷ এই আবহে গত 28 ফেব্রুয়ারি খনিজ চুক্তি নিয়ে আলোচনার জন্য হোয়াইট হাউসের ওভাল অফিসে পৌঁছন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ৷ মুহূর্তের মধ্যে সেই বৈঠক ‘যুক্তি-তর্ক’ অনুষ্ঠানে পরিণত হয় ৷ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের সঙ্গে প্রকাশ্য়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন জেলেনস্কি ৷

সেই ঘটনার পর থেকে ইউক্রেনকে চাপে রাখার জন্য একে একে সমস্ত সাহায্যের উপর স্থগিতাদেশ জারি করে আমেরিকা ৷ এমনকী, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের তৃতীয় বর্ষপূর্তীতে রাষ্ট্রসংঘের ভোটাভুটি থেকে সরে দাঁড়িয়ে মস্কোকে সমর্থন জানান প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের প্রতিনিধি ৷ এই আবহে, হোয়াইট হাউসের ঘটনায় প্রকাশ্য়ে দুঃখপ্রকাশ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ৷ সেই সঙ্গে তিনি জানান, রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতেও রাজি তিনি ৷

আরও পড়ুন:- আপনার শিশুও কি পট্যাটো চিপসের ভক্ত? অবশ্য়ই জেনে রাখুন এই জিনিস

আরও পড়ুন:- হিমোগ্লোবিনের ঘাটতি পূরণ করতে পাতে রাখুন এই ফলগুলি

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন