ইউনিয়ন ব্যাংকে প্রচুর শূন্যপদে লোক নেওয়া হচ্ছে, শীঘ্রই আবেদন করুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। যারা ব্যাঙ্কিং সেক্টরে চাকরি খুঁজছেন, তাদের জন্য সেরা সুযোগ নিয়ে এসেছে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। হ্যাঁ, এই ব্যাঙ্কের তরফ থেকে ৫০০ শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। ভারতীয় নাগরিক হলে ছেলে-মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবে। এমনকি শুরুতেই মোটা অঙ্কের বেতন দেওয়া হবে।

কোন পদে কটি শূন্যপদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়স সীমা কত লাগবে, কত টাকা বেতন দেওয়া হবে, কীভাবে নিয়োগ করা হবে, কীভাবে আবেদন করবেন, সমস্ত তথ্য আজকের এই প্রতিবেদনে আলোচনা করা হলো।

নিয়গকারী সংস্থা ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
পদের নাম অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার
শূন্যপদ ৫০০টি
মাসিক বেতন ৪৮,৪৮০/- থেকে ৮৫,৯২০/- টাকা
আবেদন পদ্ধতি অনলাইন
আবেদনের শেষ তারিখ ২০/০৫/২০২৫

পদ এবং শূন্যপদের বিবরণ

ইউনিয়ন ব্যাঙ্কের তরফ থেকে Assistant Manager (Credit) এবং Assistant Manager (IT) পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মোট শূন্যপদ রয়েছে ৫০০টি।

পদের নাম শূন্যপদ
Assistant Manager (Credit) ২৫০টি
Assistant Manager (IT) ২৫০টি

শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?

এখানে দুটি আলাদা আলাদা পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। যেমন-

Assistant Manager (Credit)- এই পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীকে যেকোনো বিষয়ে গ্রাজুয়েট হতে হবে। পাশাপাশি CA/ CMA (ICWA)/ CS ডিগ্রি অর্জন করতে হবে।

Assistant Manager (IT)- এই পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীকে BE/ B.Tech/ MCA/ M.Sc (IT)/ M.Tech ডিগ্রি অর্জন করতে হবে অথবা ৫ বছরের Integrated M.Tech ডিগ্রি অর্জন করলে আবেদন করা যাবে।

বয়স সীমা

এই পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের সর্বনিম্ন বয়স চাওয়া হয়েছে ২২ বছর এবং সর্বোচ্চ বয়স চাওয়া হয়েছে ৩০ বছর। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় দেওয়া হবে।

  • SC/ST- ৫ বছর
  • OBC- ৩ বছর
  • PwBD- ১০ থেকে ১৫ বছর

বেতন কাঠামো 

অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরি পেলে প্রতি মাসে ৪৮,৪৮০/- টাকা থেকে ৮৫,৯২০/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

নিয়োগ প্রক্রিয়া

ইউনিয়ন ব্যাঙ্কের এই পদে প্রার্থীদের চারটি ধাপের মাধ্যমে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। সেগুলি হল-

  • অনলাইন পরীক্ষা,
  • ইন্টারভিউ,
  • ডকুমেন্ট ভেরিফিকেশন,
  • বায়োমেট্রিক যাচাই।

আবেদন কীভাবে করবেন?

চাকরিপ্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে বলে জানানো হয়েছে। আবেদন করার জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন-

  • প্রথমে ইউনিয়ন ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে যান।
  • এরপর “Recruitment of Assistant Manager 2025” লিঙ্কে ক্লিক করুন।
  • এবার নিজের সমস্ত তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করুন।
  • এরপর আবেদনপত্রটি নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করুন।
  • এরপর প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন।
  • এরপর আবেদন ফি পরিশোধ করুন।
  • এরপর আবেদন জমা দিন এবং প্রিন্ট আউট রেখে দিন।

আপনি যদি ডেইলিহান্টে এই প্রতিবেদন দেখে থাকেন তবে সমস্ত প্রকারের প্রয়োজনীয় লিঙ্ক আপনি Banglanewsdunia.com ওয়েবসাইটে গিয়ে পেয়ে যাবেন।

আবেদন ফি

ক্যাটাগরি আবেদন ফি
General/ EWS/ OBC ৮৫০/- টাকা
SC/ ST/ PwBD ১৭৫/- টাকা

গুরুত্বপূর্ণ ডকুমেন্ট

এই পদে আবেদন করার জন্য যে ডকুমেন্টগুলি চাওয়া হয়েছে সেগুলি হল-

  • মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট,
  • অভিজ্ঞতার প্রমাণপত্র,
  • জাতিগত সার্টিফিকেট,
  • ফটো আইডির প্রমাণ হিসেবে প্যান কার্ড বা আধার কার্ড বা পাসপোর্ট,
  • সদ্য তোলা রঙিন পাসপোর্ট সাইজের ছবি।

 

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরু ৩০ এপ্রিল, ২০২৫
আবেদন শেষ ২০ মে, ২০২৫

গুরুত্বপূর্ণ লিঙ্ক

অফিসিয়াল ওয়েবসাইট Click Here
অফিসিয়াল নোটিশ Download Now

 

আরও পড়ুন:- কিডনি বিকল হচ্ছে, এই লক্ষণ দেখলেই সতর্ক হয়ে যান

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন