ইউরোপের পথে জয়শংকর, হঠাৎ পাক বিদেশমন্ত্রী ছুটলেন চিনে !

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ :- ভারতের পথেই হাঁটছে পাকিস্তান। ভারত-পাক সংঘর্ষবিরতির পর ইউরোপ সফরে গিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী জয়শংকর। শুধু কূটনৈতিক সম্পর্ককে সুদৃঢ় করাই নয়, বিশ্বের দরবারে সন্ত্রাস নিয়ে পাকিস্তানের মিথ্যের মুখোশ খুলে দেওয়া। এই অবস্থায় ভারতের দেখাদেখি পাকিস্তানও তার কূটনৈতিক দল পাঠাচ্ছে বিভিন্ন দেশে। পাকিস্তানের বিদেশমন্ত্রী ছুটেছেন সেদেশের বন্ধু চিনের কাছে।

আরও পড়ুন:- ব্যাংক অফ বরোদাতে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ চলছে! আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখেনিন

পহেলাগাঁওতে সন্ত্রাসবাদী হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন ভারতীয়। এরপরেই পাকিস্তানকে মোক্ষম জবাব দেয় ভারত। ‘অপারেশন সিঁদুর’এ গুঁড়িয়ে দেওয়া হয়েছে পাকিস্তানের পর পর জঙ্গি ঘাঁটি। তছনছ করে দেয় পাকিস্তানের বিমানঘাঁটি সহ একাধিক গুরুত্বপূর্ণ জায়গা। শেষমেশ দুই দেশ সংঘর্ষ বিরতিতে যায়। এদিকে, আজ সোমবার ইউরোপের উদ্দেশে রওনা হচ্ছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। তিনি যাবেন জার্মানি, নেদারল্যান্ডস, ডেনমার্কে। দিল্লির কাছে এই মুহূর্তে সবচেয়ে বেশি ফোকাসে রয়েছে সন্ত্রাস নিয়ে পাকিস্তানের মিথ্যের মুখোশ খুলে দেওয়া। সেই দিক থেকে ইউরোপিয় দেশগুলিতে জয়শংকরের এই সফর বেশ তাৎপর্যপূর্ণ। জানা গিয়েছে, তিনি ১৯ থেকে ২৪ মে পর্যন্ত থাকবেন বিদেশ সফরে।

আরও পড়ুন:- বুক ধড়ফড় করে চ্যাটজিপিটি-র, হয় উদ্বেগও ! চ্যাটজিপিটি কি ‘মানবসম’ হয়ে উঠছে ? জানুন

অন্যদিকে, ভারতের দেখাদেখি বিদেশ সফরে যাচ্ছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশহাক দার। চিনে এক ত্রিপাক্ষিক বৈঠকেও অংশ নিতে পারেন তিনি। সেই বৈঠকে থাকবেন আফগানিস্তানের ভারপ্রাপ্ত বিদেশমন্ত্রী মুত্তাকি। মুত্তাকির সঙ্গেও দেখা করতে পারেন পাক বিদেশমন্ত্রী। চিনের বিদেশ মন্ত্রকের ওয়াং ইর সঙ্গেও বৈঠকে বসার কথা দারের।

আরও পড়ুন:- রোহিঙ্গা শরণার্থীদের বেঁধে ফেলা হয় সমুদ্রে? মামলা উঠলো আদালতে। বিস্তারিত জেনে নিন

প্রসঙ্গত, ভারত, পাকিস্তান সংঘাতের আবহে নেদারল্যান্ড সফর বাতিল করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার সেই নেদারল্যান্ডসেই যাচ্ছেন ভারতের বিদেশমন্ত্রী জয়শংকর। বিদেশমন্ত্রক বলছে, জয়শংকরের এই সফরে এলাকা ভিত্তিক ও বিশ্ব ভিত্তিক নানান রকমের আলোচনা ও দ্বিপাক্ষিক আলোচনা হতে চলেছে। জানা যাচ্ছে, অপারেশন সিঁদুর নিয়েও ওই তিন দেশের বিদেশমন্ত্রীদের সঙ্গে আলোচনা হতে পারে জয়শংকরের।

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন